AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নিজের দুই সন্তানের প্রসঙ্গ টেনে সতর্কবার্তা পরমের, কী অনুরোধ করলেন নায়ক?

পরিচালক, প্রযোজক, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সামাজিক সব ধরনের অনুষ্ঠান থেকে সমাজ সচেতন মূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন।

নিজের দুই সন্তানের প্রসঙ্গ টেনে সতর্কবার্তা পরমের, কী অনুরোধ করলেন নায়ক?
| Edited By: | Updated on: Apr 11, 2025 | 2:15 PM
Share

মুক্তি পেয়েছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি ‘কিলবিল স্যোসাইটি’। পরমব্রত চট্টোপাধ্যায়ের মুণ্ডিত মস্তক লুকের প্রেমেও পড়ছেন দর্শক। এমনই কথা উঠে আসছে নেটিজেনদের মুখে-মুখে। ‘কিলবিল স্যোসাইটি’ ছাড়াও একগুচ্ছ গুরুত্বপূর্ণ কাজ আসতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায়ের। বাংলা ও হিন্দির বেশ কিছু প্রজেক্টের কাজ সম্পূর্ণ হয়েছে আবার বেশ কিছু কাজ চলছে। কোথাও তিনি অভিনেতা, আবার কোথাও পরমব্রত চট্টোপাধ্যায় নিজেই পরিচালকের আসনে। পরিচালকের ভূমিকায় তাঁর ভৌতিক জ্যঁরের প্রতি টান চোখে পড়ে। খুব শীঘ্রই বাংলার একটি বহুল প্রচলিত ওয়েব প্ল্যাটফর্মে ‘ভোগ’ নামে ওয়েব সিরিজ আসতে চলেছে। আপাতত তিনি কাজ নিয়ে যেমন ব্যস্ত, তেমনই পারিবারিক দিক থেকেও খুব খুশির মেজাজে আছেন। কারণ তিনি বাবা হতে চলেছেন। পিয়া ও পরমব্রত একই সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছিলেন স্যোশাল মিডিয়ায়। তখনই তাঁরা জানিয়েছিলেন, তাঁদের পরিবার বাড়তে চলেছে। আপাতত তাঁরা দুই পোষ্যের অভিভাবক। একটি সারমেয় ও একটি মার্জার।

শুক্রবার আরও এক পোস্ট করে নজরে আসেন পরমব্রত। সেখানেই তিনি লিখেছেন, “আজ ১১ এপ্রিল বিশ্ব পোষ্য দিবস”। নেটিজেনদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “দয়া করে পশু-পাখিদের প্রতি নৃশংস আচরণ থেকে বিরত থাকুন। এমন অনেকে রয়েছেন যাঁরা রাস্তায় কুকুর বা বিড়াল উপর অমানসিক অত্যাচার করেন। অযথা নিরীহ প্রাণীদের লেজে পটকা বেঁধে আনন্দ পান, আঘাত করেন। দয়া করে এই সব অমানবিক আচরণ থেকে বিরত থাকুন। আমি আদপে একজন পশু প্রেমী, আমাদের পরিবারে দু’জন সদস্য রয়েছেন। একজন সারমেয় আর অপরজন মার্জার । নীনা ও বাঘা। এরা আমার পরিবার। ”

পরিচালক, প্রযোজক, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সামাজিক সব ধরনের অনুষ্ঠান থেকে সমাজ সচেতন মূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন।