
পরমব্রত চট্টোপাধ্যায় আর পিয়া চক্রবর্তীর ছেলের জন্ম হয়েছে এই বছর। ছেলের জন্মের আগেই পরমব্রত জানিয়ে দিয়েছিলেন বাবা হওয়ার জন্য কিছুদিনের ছুটি নেবেন তিনি। বাড়িতে থেকে ছেলেকে বড় করার মুহূর্তগুলোতে মেতে উঠবেন। এবার পরমব্রত আর পিয়া নিজেরাই কিছু সুন্দর ছবি ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়াতে।
বাবার দায়িত্ব পালনে পরমব্রত যে একটুও পিছপা নন, সেটা খুব সুন্দর করে বোঝা যাচ্ছে এসব ছবি থেকে। একটা ছবিতে দেখা যাচ্ছে, ছেলেকে কোলে নিয়ে বোতল থেকে দুধ খাওয়াচ্ছেন পরমব্রত। বাচ্চাদের খেলনার ছবি পোস্ট করেছেন তাঁরা। পিয়া কীভাবে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন, তার মিষ্টি ছবি দিয়েছেন। এই ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা।
এই বছরটা পরমব্রত শুরু করেছেন দারুণভাবে। বছরের অন্যতম হিট ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, ‘কিলবিল সোসাইটি’-তে অভিনয় করেছেন তিনি। তাঁর পরিচালনায় ছবি ‘এই রাত তোমার আমার’ আর ওয়েব সিরিজ ‘ভোগ’ হিট। তবে টেকনিশিয়ানদের ফেডারেশনের সঙ্গে মতবিরোধের পর পরমব্রত আইনি পথে হেঁটেছেন। যদিও TV9 বাংলাকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারও কাজ করার পথে কেউই বাধা প্রদান করতে পারে না শেষ পর্যন্ত। এই মুহূর্তে তিনি স্বেচ্ছায় কিছুটা কম কাজ করছেন, পরিবারকে সময় দেওয়ার জন্যই।
পরমব্রত যেভাবে সন্তানকে বড় করে তুলছেন, তা অনেকের অনুপ্রেরণা হতে পারে, এমনটা লিখেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ”ছুটি নিয়ে সন্তানকে বড় করার কথা এখনও ভাবেন না অধিকাংশ পুরুষ। সেখানে আপনার এই ছবিগুলো অনেককে অন্যভাবে ভাবাবে।”