পরমব্রতর ছেলেকে নিয়ে বাড়িতে কে নিরাপত্তাহীনতায় ভুগছে? জানালেন নায়ক

২০২৩ সালের নভেম্বর মাসে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায়। একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সই বিয়ে সারেন পরম-পিয়া। তারপর ইন্ডাস্ট্রির কয়েকজনকে নিয়ে রিশেপসন পার্টিও করেছিলেন। পরমব্রত এই ঘোষণার পর বাবা হওয়া নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পরমব্রত আর পিয়া কীভাবে তাঁদের সন্তানকে বড় করতে চান, তা নিয়ে যেসব পরিকল্পনা করেছেন, তা-ও জনসমক্ষে এনেছেন।

পরমব্রতর ছেলেকে নিয়ে বাড়িতে কে নিরাপত্তাহীনতায় ভুগছে? জানালেন নায়ক

| Edited By: Bhaswati Ghosh

Jun 14, 2025 | 8:03 AM

‘আপিস’ ছবির প্রিমিয়ারে এসেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেখানে এসে নিজের ছেলের ছবি দেখালেন পুরোনো বন্ধু সুদীপ্তা চক্রবর্তীকে। বাবা হওয়ার পর কেমন দিন কাটছে পরমব্রতর, তা জিজ্ঞাসা করা হয়েছিল। পরমব্রত উত্তর দেন, ”খুবই আনন্দের সঙ্গে কাটছে সময়টা। আমি একঘুমে রাত কাটানো মানুষ। সেখানে দু’ তিনবার ঘুম থেকে উঠতে হচ্ছে। ছেলে বাড়িতে আসার পর আমাদের বাড়ির পোষ্যরা প্রথম কয়েক দিন নিরাপত্তাহীনতায় ভুগেছে। কে চলে এসেছে, যাকে নিয়ে সবাই এত মেতে রয়েছে, সেটা বোঝার চেষ্টা করছিল ওরা। বাড়িতে একটা আনন্দের প্যান্ডেমোনিয়াম চলছে।” বাবা হওয়ার পরের সময়টা যে বেশ উপভোগ করছেন পরমব্রত, সেটা তাঁর হাবভাব থেকেই স্পষ্ট।

১ জুন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পিয়া চক্রবর্তী। মা আর ছেলে দু’ জনেই সুস্থ আছেন। এই বছর প্রেম দিবস কাটতে না কাটতেই সুখবর দিয়েছিলেন টলিউডের হ্যান্ডসাম অভিনেতা, দক্ষ পরিচালক পরমব্রত- সমাজকর্মী পিয়া। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী তথা সমাজকর্মী-গায়িকা পিয়া চক্রবর্তী, পরমের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছিলেন, এবার তাঁদের দুই থেকে তিন হওয়ার পালা।

২০২৩ সালের নভেম্বর মাসে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায়। একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সই বিয়ে সারেন পরম-পিয়া। তারপর ইন্ডাস্ট্রির কয়েকজনকে নিয়ে রিশেপসন পার্টিও করেছিলেন। পরমব্রত এই ঘোষণার পর বাবা হওয়া নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পরমব্রত আর পিয়া কীভাবে তাঁদের সন্তানকে বড় করতে চান, তা নিয়ে যেসব পরিকল্পনা করেছেন, তা-ও জনসমক্ষে এনেছেন।