‘এই সময়টা তোমার যে বড্ড প্রয়োজন…’, ছেলের হাত ধরে কার কথা মনে পড়ছে পরমের

মেয়ের আঙুল ধরে থাকা একটি ছবি, সঙ্গে বাবার সঙ্গে তাঁর নিজের একটা ছবি, জীবনের দুই অধ্যায়। পাশাপাশি ছবি দিয়ে পরম এদিন উজার করে দিলেন তাঁর মনের কোণে জমে থাকা কষ্ট। আজ যদি সেই মানুষটা থাকতেন... 

এই সময়টা তোমার যে বড্ড প্রয়োজন..., ছেলের হাত ধরে কার কথা মনে পড়ছে পরমের

| Edited By: Bhaswati Ghosh

Jun 16, 2025 | 7:15 AM

সদ্য বাবা হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাই এবারের ফাদার্স ডে-টা তাঁর কাছে খানিকটা অন্যরকম। এতদিন কেবল বাবাকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। তবে এই প্রথম সেই পদে নিজে বসেছেন। বাবা হয়েছেন। সন্তানের দায়িত্ব নিয়েছেন। সবটাই তাঁর কাছে প্রথম। আর এমন সময় নিজের বাবার কথা মনে পড়াটাই স্বাভাবিক। তাই পরমও ফাদার্স ডে-তে এক আবেগঘন পোস্ট করে বসলেন। ছেলের আঙুল ধরে থাকা একটি ছবি, সঙ্গে বাবার সঙ্গে তাঁর নিজের একটা ছবি, জীবনের দুই অধ্যায়। পাশাপাশি ছবি দিয়ে পরম এদিন উজার করে দিলেন তাঁর মনের কোণে জমে থাকা কষ্ট। আজ যদি সেই মানুষটা থাকতেন…

পরম লিখলেন, “একটা কথা প্রায়ই শোনা যায়, ‘মা হওয়া কী মুখের কথা!’ হ্যাঁ সত্যিই এতে কোনও ভুল নেই। যে পরিমাণ কষ্ট, ত্যাগ, যন্ত্রণা, মানসিক অস্থিরতা, অবসাদ ঘিরে থাকে একজন মা-কে তা বর্ণনাতীত ৷ কিন্তু পিতৃত্বকে বটগাছ বই অন্যকিছুর সঙ্গে তেমন একটা তুলনায় আনা হয় না বিশেষ। পিতৃত্বের অনুভূতি, চিন্তা, অস্থিরতা, ত্যাগ কীভাবে এবং কতখানি একজন বাবাকে ঘিরে থাকে, তা বিগত ১৫ দিন ধরে প্রতিমুহূর্তে অনুভব করার চেষ্টা করছি৷ বোঝার চেষ্টা করছি পিতৃত্বের দায়িত্ব। যা নিঃশব্দে কাঁধে তুলে নিয়েছিলেন আমার বাবা। হাতে ধরে শিখিয়ে দেওয়ার জন্য বাবা আজ আর নেই। কিন্তু এই সময়টা তোমার যে বড্ড প্রয়োজন ছিল! পৃথিবীর সকল বাবাদের পিতৃদিবসের শুভেচ্ছা।”