বাবু রাও ছাড়া ‘হেরা ফেরি ৩’! কী বললেন পরেশ রাওয়াল?

তবে সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে পরেশ রাওলের একটি মন্তব্য। তিনি সাফ জানিয়েছেন, বাবু রাও চরিত্র ছাড়া 'হেরা ফেরি ৩' বানানো হলে তা হবে একেবারে বিপর্যয়। তাঁর মতে, এই চরিত্র শুধু একটি কমেডি রোল নয়, বরং পুরো ছবির কেন্দ্রবিন্দু। দর্শকরা বাবু রাওকে যেভাবে ভালোবেসেছেন, তা বাদ দিয়ে এই ছবির ফ্র্যাঞ্চাইজি বানানো সম্ভব নয়।

বাবু রাও ছাড়া হেরা ফেরি ৩! কী বললেন পরেশ রাওয়াল?

Jan 30, 2026 | 2:57 PM

বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’। ২০০০ সালে প্রথম ছবি মুক্তির পর থেকেই রাজু, শ্যাম আর বাবু রাও এই তিন চরিত্র দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। বহু বছর ধরে দর্শক অপেক্ষা করছেন ছবির তৃতীয় ভাগ দেখার জন্য। তবে নানা জটিলতায় বারবার পিছিয়ে যাচ্ছে ছবির কাজ। ছবি নিয়ে অনেক জল্পনাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সম্প্রতি মুখ খুলেছেন পর্দার বাবু রাও অর্থাৎ অভিনেতা পরেশ রাওল।
একটি সাক্ষাৎকারে পরেশ রাওল স্পষ্ট করে জানিয়েছেন, ‘হেরা ফেরি ৩’ অবশ্যই তৈরি হবে। তবে বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে শুটিং শুরু হতে দেরি হচ্ছে। তিনি জানিয়েছেন, এই বিলম্বের জন্য তিনি দায়ী নন। তাঁর কথায়, প্রযোজক ও অভিনেতা অক্ষয় কুমারের মধ্যে কিছু টেকনিক্যাল ও চুক্তিগত বিষয়ের সমাধান মেটেনি। এই সমস্যা মিটলেই ছবির কাজ এগোবে।

বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওল আরও বলেন, তাঁকে ঘিরে যে সব গুজব ছড়ানো হয়েছে, তার বেশিরভাগই ভিত্তিহীন। শোনা যাচ্ছিল অক্ষয় কুমার নাকি তাঁর বিরুদ্ধে বড় অঙ্কের মামলা করেছেন, এই খবরকে পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিয়েছেন পরেশ। তাঁর দাবি, বাস্তবে এমন কোনো আইনি লড়াই চলছে না।

তবে সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে পরেশ রাওলের একটি মন্তব্য। তিনি সাফ জানিয়েছেন, বাবু রাও চরিত্র ছাড়া ‘হেরা ফেরি ৩’ বানানো হলে তা হবে একেবারে বিপর্যয়। তাঁর মতে, এই চরিত্র শুধু একটি কমেডি রোল নয়, বরং পুরো ছবির কেন্দ্রবিন্দু। দর্শকরা বাবু রাওকে যেভাবে ভালোবেসেছেন, তা বাদ দিয়ে এই ছবির ফ্র্যাঞ্চাইজি বানানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, হেরা ফেরি শুধুই একটি সিনেমা নয়,মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে আছে এই ছবি। তাই দর্শকদের প্রত্যাশা বুঝেই সিনেমাটি বানানো উচিত। অকারণে তাড়াহুড়ো করলে, মূল চরিত্রগুলো বাদ দিলে ছবির ক্ষতি হবে বলে জানিয়েছেন অভিনেতা।

উল্লেখ্য, ‘হেরা ফেরি’ (২০০০) এবং ‘ফির হেরা ফেরি’ (২০০৬) দুটিই বক্স অফিসে এবং দর্শকমহলে ব্যাপক সাফল্য পেয়েছিল। সেই কারণেই তৃতীয় ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। এখন দেখার, সব জটিলতা কাটিয়ে কবে আবার একসঙ্গে ফিরবেন রাজু, শ্যাম আর বাবু রাও।