Parineeti Chopra-Imtiaz Ali-Ranbir Kapoor: ইমতিয়াজের জন্য রণবীরকে ছেড়ে দিলেন পরিণীতি!

Parineeti Chopra-Imtiaz Ali-Ranbir Kapoor: সন্দীপ রেড্ডি (‘কবীর সিং’ খ্যাত) পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করার কথা ছিল পরিণীতি আর রণবীরের। অন্যদিকে ইমতিয়াজ আলি করছেন অমর সিংয়ের উপর ছবি ‘চমকিলা’।

Parineeti Chopra-Imtiaz Ali-Ranbir Kapoor: ইমতিয়াজের জন্য রণবীরকে ছেড়ে দিলেন পরিণীতি!
রণবীর-পরিণীতি-ইমতিয়াজ
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2022 | 10:40 PM

ভারতীয় সঙ্গীতকার অমর সিং চমকিলা-র জীবনীভিত্তিক ছবি করছেন পরিচালক ইমতিয়াজ আলি। এই ছবিতে একেবারে অন্যরূপে পাওয়া যাবে পরিণীতি চোপড়াকে। এমনটাই দাবি করেছেন পরিচালক। আর এই ছবির জন্য পরিণীতি আর রণবীর কাপুরকে একসঙ্গে দেখার ইচ্ছেকে আপাতত ইচ্ছেতেই রাখতে হচ্ছে দু’জনের অনুরাগীকুলকে।

ঘটনাটা কী? আসলে সন্দীপ রেড্ডি (‘কবীর সিং’ খ্যাত) পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করার কথা ছিল পরিণীতি আর রণবীরের। অন্যদিকে ইমতিয়াজ আলি করছেন অমর সিংয়ের উপর ছবি ‘চমকিলা’। সেই ছবি আর ‘অ্যানিম্যাল’-এর শুটিং একসঙ্গে পড়ে যায়। ফলে যে কোনও একটি ছবিকেই বেছে নিতে হত পরিণীতিকে। তিনি বেছে নিয়েছেন ইমতিয়াজকেই। সূত্রের খবর, কারণ এই প্রথম তিনি পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। যেটা তিনি ছাড়তে চান না কোনও মতেই। তিনি বহুদিন ধরেই ইমতিয়াজের সঙ্গে কাজ করতে চাইছিলেন। ফলস্বরূপ রণবীর-কে এখনকার মতো অপেক্ষা করতে হবে পরিণীতির সঙ্গে জুটি বাঁধতে।

সূত্রের তরফ থেকে আরও খবর পাওয়া গিয়েছে, ‘চমকিলা’ ছবির নামভূমিকায় অভিনয় করার জন্য ইমতিয়াজের তরফ থেকে দিলজিৎ দোশনাজকে প্রস্তাব দেওয়া হয়েছে।

অন্যদিকে ‘চমকিলা’ শেষ করে পরিণীতি শুরু করবেন সুরজ বরজাতিয়া পরিচালিত ‘উচাই’ ছবির কাজ। এই ছবিতে তিনি স্ক্রিন ভাগ করবেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি, নীনা গুপ্তা, ড্যানি ডেনজোপ্পা এবং সারিকার সঙ্গে।

আরও পড়ুন:Shefali Shah-Aamir Khan: শেফালি শাহ কলেজ জীবনের কোন গোপন খবর এতদিন পর প্রকাশ্যে আনলেন?

আরও পড়ুন:Samantha Ruth Prabhu-Naga Chaitanya: সামান্থা আনফলো করলেন নাগা চৈতন্যকে, নাগাও কি তাই করলেন?