Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ের মাত্র কয়েকমাসের মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন পরিণীতি, হল টা কী?

Parineeti Chopra: এড়িয়ে না গিয়ে বারবার হাসিমুখে ছবি দিয়েছেন পরিণীতি-রাঘব। বিয়ের পরও ছবি শেয়ার করতে খুব একটা অপেক্ষা করা নিয়ে ভক্তদের। হানিমুন ট্রিপ এখনও এই জুটির না হলেও মলদ্বীপে বন্ধুদের নিয়ে কিছুটা সময় কাটিয়ে এসেছেন পরিণীতি।

বিয়ের মাত্র কয়েকমাসের মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন পরিণীতি, হল টা কী?
Follow Us:
| Updated on: Jan 25, 2024 | 9:13 PM

সম্প্রতি অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার, মহা ধুমধামে বিয়ে হয়। সম্পর্কে আসার পর থেকেই তাঁদের নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। কখনও ডিনার ডেট, কখনও আবার প্রকাশ্যে তাঁদের এক সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গিয়েছে। তবে সম্পর্কের কথা এড়িয়ে না গিয়ে বারবার হাসিমুখে ছবি দিয়েছেন পরিণীতি-রাঘব। বিয়ের পরও ছবি শেয়ার করতে খুব একটা অপেক্ষা করা নিয়ে ভক্তদের। হানিমুন ট্রিপ এখনও এই জুটির না হলেও মলদ্বীপে বন্ধুদের নিয়ে কিছুটা সময় কাটিয়ে এসেছেন পরিণীতি।

এবার নতুন সিদ্ধান্ত নেওয়ার পালা। শুনে অধিকাংশই হয়তো মনে করবেন যে তিনি সন্তান নিতে চলেছেন, তবে এমনটা নয়। কেরিয়ারে এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। প্রতীভা তাঁর অনেক। এবার নয়া পথে পা বাড়ালেন তিনি। তাঁর গানে মুগ্ধ হয়েছেন সকলে বারেবারে । এবার গানের জগতে পাকাপাকিভাবে পা রাখছেন পরিণীতি। সোশ্যাল মিডিয়ায় জানালেন, তিনি গানের জগতে কনসার্টের মাধ্যমেই প্রবেশ করবেন, তাঁর স্টুডিও শেষ হওয়ার পথে। খবর শোনা মাত্রই প্রশংসা ও শুভেচ্ছার ঝড় নেটপাড়ায়।

সেপ্টেম্বর মাসের শেষেই মহা ধুমধাম করে বিয়ে হয়েছিল বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার। রাজস্থানের এক সাতমহলা প্রাসাদে বসেছিল সেই বিয়ের আসর। বিয়ের কিছু দিন কাটতেই মালদ্বীপে উড়ে গিয়েছিলেন পরী। না, হনিমুন নয়। নায়িকা জানিয়েছিলেন তাঁর ‘গার্লফ্রেন্ডস’ দের নিয়ে বিদেশে বেড়াতে গিয়েছেন তিনি। সেখান থেকে ছবি শেয়ার করে সকলের নজর কেড়েছিলেন অভিনেত্রী।