AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আসছে ‘পবিত্র রিস্তা ২’, অঙ্কিতার সঙ্গে সুশান্তের বদলে এ বার কে?

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, একতা কাপুর ‘পবিত্র রিস্তা ২’ করার পরিকল্পনা করছেন। অঙ্কিতাকে দেখা যাবে ‘অর্চনা’র ভূমিকায়।

আসছে ‘পবিত্র রিস্তা ২’, অঙ্কিতার সঙ্গে সুশান্তের বদলে এ বার কে?
‘পবিত্র রিস্তা’য় অঙ্কিতা এবং সুশান্ত।
| Updated on: Apr 02, 2021 | 4:10 PM
Share

‘পবিত্র রিস্তা’। আপনি হিন্দি টেলিভিশনের নিয়মিত দর্শক হলে এক সময়ের এই জনপ্রিয় ধারাবাহিকের কথা নিশ্চয়ই মনে করতে পারবেন। আর যদি সে সময় ধারাবাহিক নাও দেখে থাকেন, তাহলেও এই ধারাবাহিকটি অন্য ধারাবাহিকের থেকে আলাদা। কারণ এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। তাঁর সঙ্গে অঙ্কিতা লোখান্ডের (ankita lokhande) জুটি এই ধারাবাহিক থেকেই জনপ্রিয় হয়। ফিরতে চলেছে ‘পবিত্র রিস্তা ২’।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, একতা কাপুর ‘পবিত্র রিস্তা ২’ করার পরিকল্পনা করছেন। অঙ্কিতাকে দেখা যাবে ‘অর্চনা’র ভূমিকায়। প্রি-প্রোডাকশনের কাজ নাকি শুরু হয়ে গিয়েছে। কিন্তু সুশান্তের জায়গায় কাকে কাস্ট করা হবে? সুশান্তের চরিত্রের নাম ছিল ‘মানব’। শোনা যাচ্ছে, মানবের ভূমিকায় একেবারে নতুন কাউকে লঞ্চ করতে পারেন একতা।

আরও পড়ুন, রেজিস্ট্রির পর কাজে ফিরলেন প্রমিতা, কোন চরিত্রে জানেন?

২০০৯-এ শুরু হয়েছিল ‘পবিত্র রিস্তা’। প্রথম দিকে ‘মানব’-এর চরিত্রে সুশান্ত অভিনয় করলেও পরে এই চরিত্রে দেখা যায় হিতেন তেজয়ানিকে। শোনা যাচ্ছে, দ্বিতীয় সিজনে হিতেনকে আর কাস্ট করবেন না একতা। সুশান্ত, একতা ছাড়াও ঊষা নাদকারনি, সবিতা প্রভুনি, প্রিয়া মারাথে, পঙ্কজ বিষ্ণু, ঋত্বিক ধানজানি, আশা নেগির মতো শিল্পীরা অভিনয় করেছিলেন এই ধারাবাহিকে। ২০১৪-র ২৫ অক্টোবর এই ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হয়।

যদিও দ্বিতীয় সিজন নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কেউই মুখ খোলেননি। কিন্তু দর্শক মহলে মানব চরিত্র নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে। কে অভিনয় করবেন, তা নিয়ে কৌতূহল রয়েছে। এই ধারাবাহিক ফের শুরু হলে, নতুন করে সকলেই মিস করবেন সুশান্তকে।