কাঞ্চন অতীত, কাকে আঁকড়ে ভালবাসার পোস্ট পিঙ্কির?
Kanchan Mallick: খুব তিক্তভাবেই শেষ হয়েছে দু'জনের সম্পর্ক। সমস্যা ডিভোর্সে গড়ায় গত জানুয়ারি মাসেই। ছেলে মায়ের কাছেই থাকতে চায়। কাঞ্চন ছেলের কাস্টডিও দাবি করেননি, জানিয়েছেন পিঙ্কি।

উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে সব সম্পর্ক চুকে গিয়েছে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। আপাতত জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। নিজেই জোর গলায় টিভিনাইন বাংলাকে জানিয়েছেন, ভাল আছেন তিনি। ছেলে ওশের সঙ্গে সময় কাটাচ্ছেন। বলেছেন, “আমাকে খারাপ রাখা খুবই কঠিন বিষয়”। সত্যি যে তিনি খারাপ নেই, সে প্রমাণ দিলেন আরও একবার। পোস্ট করলেন ভালবাসার মানুষের সঙ্গে ভাল থাকার ছবি। কে সেই ব্যক্তি যাকে জড়িয়ে পিঙ্কি লিখেছেন, “জেমস বন্ড Gems Bond অর্থাৎ দামি পাথরের মিল মিশ’? সে আর কেউ নন, ছোট্ট ওশ কাঞ্চন ও তাঁর একমাত্র সন্তান।
‘সংসার সুখের হয় রমণীর গুণে’, ২০১০ সালে এই ধারাবাহিকে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন পিঙ্কি-কাঞ্চন। সেই ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই সম্পর্ক শুরু হয় তাঁদের এবং তারপর বিয়ে। বিয়ের পর সুখের সংসার ছিল কাঞ্চন-পিঙ্কির। তাতে ছেদ পড়ে লকডাউনের সময় টিভিনাইন বাংলাকে পিঙ্কি জানিয়েছিলেন, স্বামী পরকীয়ার জড়িয়েছে তা তিনি আঁচ করতে পেরেছিলেন তখন থেকেই।
খুব তিক্তভাবেই শেষ হয়েছে দু’জনের সম্পর্ক। সমস্যা ডিভোর্সে গড়ায় গত জানুয়ারি মাসেই। ছেলে মায়ের কাছেই থাকতে চায়। কাঞ্চন ছেলের কাস্টডিও দাবি করেননি, জানিয়েছেন পিঙ্কি। এই মুহূর্তে ওশ-সর্বস্ব জীবন পিঙ্কির। ছেলে যাতে ভাল মানুষ হতে পারে, দায়িত্ববান পুরুষ হতে পারে, সেদিকেই মন দিয়েছেন ‘সিঙ্গল মাদার’ পিঙ্কি। কাঞ্চন-শ্রীময়ীর সংসার থেকে অনেক দূরে সরে গিয়েছেন তিনি। ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাওয়াই একমাত্র লক্ষ্য তাঁর।
View this post on Instagram
