Exclusive: সৃজিতের ছবিতে শতরূপের অভিনয়, কোন চরিত্রে জানেন?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 02, 2025 | 6:00 PM

সৃজিত পরিচালিত নতুন ছবি 'কিলবিল সোসাইটি'-তে একটা নিউজ চ্যানেলে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির আলোচনা সংক্রান্ত দৃশ‍্য রয়েছে। সেখানেই দেখা যাবে শতরূপকে। মানে শতরূপ অন্য কোনও চরিত্রে অভিনয় করছেন এমন নয়। তাঁকে যেভাবে বাস্তব জীবনে দেখা যায়, সেভাবেই দেখা যাবে।

Exclusive: সৃজিতের ছবিতে শতরূপের অভিনয়, কোন চরিত্রে জানেন?

Follow Us

রাজনীতির ময়দানে জনপ্রিয় মুখ তিনি। এবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে দেখা যাবে শতরূপ ঘোষকে। কোন চরিত্রে অভিনয় করছেন শতরূপ? খোঁজ নিয়ে জানা গেল, সৃজিত পরিচালিত নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’-তে একটা নিউজ চ্যানেলে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির আলোচনা সংক্রান্ত দৃশ‍্য রয়েছে। সেখানেই দেখা যাবে শতরূপকে। মানে শতরূপ অন্য কোনও চরিত্রে অভিনয় করছেন এমন নয়। তাঁকে যেভাবে বাস্তব জীবনে দেখা যায়, সেভাবেই দেখা যাবে। সৃজিতের ছবিতেই প্রথমবার এই রাজনীতিককে দেখা যাবে। পরিচালক হিসাবে আগেই কাজ শুরু করে দিয়েছেন শতরূপ। পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে তাঁর সখ্য ছিল। সেই কারণে কিংবদন্তি পরিচালকের মৃত্যুর আগেই তাঁকে ঘিরে তথ্যচিত্র তৈরির কাজ শুরু করে দিয়েছিলেন শতরূপ। এই তথ্যচিত্র সামনেই দেখতে পাবেন দর্শকরা, তেমনই আশা।

১ এপ্রিল মুক্তি পেয়েছে ‘কিলবিল সোসাইটি’ ছবির ট্রেলার। ছবিতে কৌশানী মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন, বিশ্বনাথ বসু-র মতো অভিনেতাদের মূল চরিত্রে দেখা যাবে। কৌশানী যে চরিত্র করছেন, তার ব্যক্তিগত জীবনের একটা ভিডিয়ো লিক হয়ে যায়। বিভিন্ন পর্ন ওয়েবসাইটে সেই ভিডিয়ো ভাইরাল হয়। এই ঘটনার কারণে আর বাঁচতে চায় না কৌশানীর চরিত্র পূর্ণা আইচ। সে যোগাযোগ করে মৃত্যুঞ্জয় কর চরিত্রটিকে। তারপর কী হয়, তা নিয়েই ছবি।

শতরূপ ছাড়াও এই ছবিতে আরও কিছু নামী মুখকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। কিরণ দত্ত থাকছেন ছবিতে। পয়লা বৈশাখের আগেই মুক্তি পাবে এই ছবি। পয়লা বৈশাখে বাংলা ছবি বক্স অফিসে কেমন ফল করবে, তার দিকে নজর রয়েছে সিনেমাপ্রেমীদের।

Next Article