প্রেম দিবস কাটিয়ে পরীমণির প্রেমের বার্তা, নায়িকার জীবনে নতুন কেউ?

হাজার ঝড় বয়ে গেলেও, রাতবিরেতে কবিতা আসে তাঁর মন জুড়ে। এখন তো আবার বসন্ত। সদ্য গিয়েছে প্রেম দিবস। কিন্তু পরীমণির মন জুড়ে শুধুই প্রেম প্রেম ভাব। তাহলে কি নায়িকার জীবনে নতুন কেউ এলেন?

প্রেম দিবস কাটিয়ে পরীমণির প্রেমের বার্তা, নায়িকার জীবনে নতুন কেউ?

| Edited By: আকাশ মিশ্র

Feb 15, 2025 | 5:57 PM

পরীমণির নামের আগে বিতর্কিত শব্দ। তাঁর জীবন সমুদ্র মাঝে মধ্যেই তোলপাড় হয়। কখনও সম্পর্ক, কখনও মাদকচক্র। একের পর এক অভিযোগে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশের পরী। কিন্তু লড়াকু মন তাঁর। তাই আজও হাজার ঝড় বয়ে গেলেও, রাতবিরেতে কবিতা আসে তাঁর মন জুড়ে। এখন তো আবার বসন্ত। সদ্য গিয়েছে প্রেম দিবস। কিন্তু পরীমণির মন জুড়ে শুধুই প্রেম প্রেম ভাব। তাহলে কি নায়িকার জীবনে নতুন কেউ এলেন?

পরীমণি সোশাল মিডিয়ায় লিখলেন, ”শোনো সরল অবুঝ প্রাণ, রাতের রাস্তায় নিয়ন আলোর ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটি হোক, শাহরুখ খান বা স্বয়ং বিল গেটস,, সবাই তার প্রানের মানুষটিকে তার নিজের নাম ছাড়িয়েই দেখতে চায় পৃথিবীতে। পৃথিবীর সবাই চায় তার নিজ কাজ সবাইকে ছাড়িয়ে তার নাম হোক। কিন্তু সেটা কখনো রিভেঞ্জ ওয়ে তে নয়! অন্তত যাকে তুমি ভালোবাসে নিজের বলে জানো। ভালোবাসার মানুষ কে ছাড়িয়ে যেতে নেই। তাকে সঙ্গে নিয়েও দুনিয়া জয় করা যায়…..”

কয়েকদিন আগে গুঞ্জনে শোনা যায় গায়ক শেখ সাদীদের সঙ্গে তিনি নাকি প্রেম করছেন। তবে সেসব গুঞ্জনে পাত্তা দেননি পরী। তার উপর মামলার সাক্ষ্য দিতে আদালতে তলব করা হয় পরীমণিকে। এমনকী, তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। শোনা যায়, সেই সময়ই নায়িকার জামিনের ব্যবস্থা করেছিলেন গায়ক শেখ সাদী। সেই গায়ককেই মন দিয়েছেন কিনা তা অবশ্য স্পষ্ট বলেননি। পরীমণির সোশাল মিডিয়ার পাতা জুড়ে এখন শুধুই প্রেমের কবিতা।