বাংলাদেশে বড় সঙ্কটে পরীমণি, কোন পরিস্থিতির মুখোমুখি নায়িকা?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 16, 2025 | 8:47 PM

উত্তাল বাংলাদেশ। কিছু মাস আগে পর্যন্ত নির্দ্বিধায় ওপার বাংলা থেকে এপার বাংলায় শুটিং করতে আসতেন নায়ক নায়িকারা। এপার বাংলার অভিনেতারাও যেতেন শুটিং করতে। সেই আসা যাওয়া প্রায় বন্ধ বললেই চলে। এই বিতর্কিত পরিস্থিতিতে মন ভাল নেই বাংলাদেশি অভিনেত্রী পরীমণির।

বাংলাদেশে বড় সঙ্কটে পরীমণি, কোন পরিস্থিতির মুখোমুখি নায়িকা?

Follow Us

উত্তাল বাংলাদেশ। কিছু মাস আগে পর্যন্ত নির্দ্বিধায় ওপার বাংলা থেকে এপার বাংলায় শুটিং করতে আসতেন নায়ক নায়িকারা। এপার বাংলার অভিনেতারাও যেতেন শুটিং করতে। সেই আসা যাওয়া প্রায় বন্ধ বললেই চলে। এই বিতর্কিত পরিস্থিতিতে মন ভাল নেই বাংলাদেশি অভিনেত্রী পরীমণির। প্রথম বার টলিপাড়ায় পা রাখছেন নায়িকা। এপার বাংলায় পরী অভিনীত প্রথম ছবি মুক্তি পাবে আর কয়েক দিন পরেই। কিন্তু এ দেশে আসতে পারলেন না নায়িকা। ‘ফেলুবক্সী’ ছবির মাধ্য়মেই প্রথম এ পার বাংলার ছবিতে দেখা যাবে বাংলাদেশি নায়িকাকে। যে ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী, মধুমিতা সরকারও। আর পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবরাজ সিনহা।

প্রথম ছবির প্রচারের অংশ না হতে পেরে মন খারাপ নায়িকার। ছবি মুক্তির আগে ফেসবুকে অভিনেত্রী লিখলেন, “আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ এ আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পাবে। আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি। ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত কিন্তু মন খারাপ হচ্ছে ভিষণ রকম। ভিসাটা হল না! খুব মিস করছি আমার ছবির টিমের সবাইকে। কান্না পাচ্ছে কিন্তু আমার।”

তিনি লেখেন, “ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না। যাইহোক, কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ‘ফেলুবক্সী’র ‘লাবণ্য’কে সবাই দেখতে পাবেন আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম।” এই পরিস্থিতি যে নায়িকার মনে খুবই চাপ সৃষ্টি করেছে তা বোঝা গেল পরীর লেখাতেই।

Next Article