জানুয়ারির মাসের মাঝামাঝি ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা। হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন অর্ণব রায়। মৃত্যুর কিছু মাস আগে পর্যন্তও এক প্রযোজনা সংস্থার গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তাঁর আর এক পরিচয় তিনি ছিলেন অভিনেত্রী পৌষমিতা গোস্বামীর স্বামীও। মাত্র দুই বছর আগেই বিয়ে হয়েছিল তাঁদের। অর্ণব জীবিত থাকলে কাল অর্থাৎ বৃহস্পতিবার দুই বছরের বিবাহবার্ষিকী পালন করতেন তাঁরা। কিন্তু তা হয়নি, বরং যা হয়েছে তাতে চমকে উঠেছেন অনেকেই। অর্ণবকে নিয়ে পৌষমিতা এক পোস্ট করেছেন। সেই পোস্ট অর্ণবের কমেন্ট! শুধু কমেন্ট নয় রীতিমতো কথোপকথন! কী করে সম্ভব?
অর্ণবের সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করে পৌষমিতা লিখেছেন, “নেহ, এবার আমিই আগে পোস্ট করলাম। শুভ বিবাহবার্ষিকী মাম্মাম। পুনশ্চ ভালবাসিইইইইইইইই।” কমেন্ট সেকশনে গেলেই চমকে উঠতে হয়। অর্ণবের ফেসবুক প্রোফাইল থেকে লেখা, “আমি জানতাম তুইই এবার আগে পোস্ট করবি, তাই আমি অপেক্ষা করছিলাম। পুনশ্চঃ ভালোবাসিইইইইইইইইইইইইইইইইইইইই।” এখানেই শেষ নয়, ওই কমেন্টের উত্তর দিয়েছেন অর্ণব। লিখেছেন, “এবার ফিরে আয়… অনেকদিন তো হল”। অর্ণবের প্রোফাইল থেকে উত্তর এসেছে, “এসে নিয়ে যা, আমারও এখানে ভাল লাগছে না।” ওই কমেন্ট দেখে চোখ জল ভক্তদের। অর্ণবের প্রোফাইল থেকে পৌষমিতা বা তাঁদের পরিচিত কেউ যে ওই কমেন্ট করেছেন, এ কথা বুঝতে বাকি নেই কারও। তবে যদি সত্যি হত সবটা। ফিরে আসতেন অর্ণব? এই ইচ্ছেই লালন করে তাঁদের প্রশ্ন, “এমন কেন সত্যি হয় না আহা?” যদিও চোখে জল আনতে নারাজ পৌষমিতা। তাই তাঁর বক্তব্য, “সবার কাছে অনুরোধ, এই মন ভাল করা পোস্টে কেউ দুঃখ প্রকাশ করবেন না।”
স্বামী হারানো দু’দিনের মধ্যেই কাজে ফিরেছিলেন পৌষমিতা। এ প্রসঙ্গে টিভিনাইন বাংলাকে বলেছিলেন, “আমার আর অর্ণবের মধ্যে একটা সোল-কানেক্ট আছে। অনেক আগে চলে গেল আমাকে ছেড়ে। এটা চলে যাওয়ার বয়স না। কিন্তু আমাদের মধ্যে একটা আত্মিক যোগ আছে আগেই বললাম। আমি জানি ওর সঙ্গে আমার আবারও দেখা হবে।”