বিয়ের আগে শেষ লাঞ্চ ডেট, কী কী খেলেন প্রমিতা-রুদ্রজিত?

aryama das

|

Updated on: Feb 13, 2021 | 4:11 PM

আগামী ১৪ই ফেব্রুয়ারি এনগেজমেন্ট হবে। তার ঠিক আগেই শহরের এক রেস্তোরাঁয় তাঁরা একে-অপরকে আইবুড়ো ভাত খাওয়ালেন।

একটি মেগাসিরিয়ালের সেটে ওঁদের আলাপ। সিরিয়ালের মুখ্য চরিত্রে ছিলেন প্রমিতা-রুদ্রজিত। সেখান থেকেই তাঁদের দু’জনের প্রেমের শুরু। আগামী ১৪ই ফেব্রুয়ারি এনগেজমেন্ট হবে। তার ঠিক আগেই শহরের এক রেস্তোরাঁয় তাঁরা একে-অপরকে আইবুড়ো ভাত খাওয়ালেন। Exclusive সাক্ষাৎকার দিলেন TV9 বাংলাকে।

Published on: Feb 13, 2021 01:40 PM