অন্তঃসত্ত্বা দীপিকা কোন ডায়েটে থাকছেন এত সুন্দর-স্লিম? নিজেই জানালেন সিক্রেট

Deepika Diet: অম্বানিদের প্রিওয়েডিং থেকে শুরু করে বিয়ে, ছবির প্রচার, টোন্ড ফিগারেই বারবার দিয়েছেন ধরা। খুব একটা চেহারাতে পরিবর্তনও আসেনি তাঁর। দেখতে যেন আরও সুন্দর হয়ে গিয়েছেন। এই বিশেষ সময় কীভাবে নিজের যত্ন নিচ্ছেন তিনি?

অন্তঃসত্ত্বা দীপিকা কোন ডায়েটে থাকছেন এত সুন্দর-স্লিম? নিজেই জানালেন সিক্রেট
Follow Us:
| Updated on: Jul 18, 2024 | 4:25 PM

দীপিকা পাড়ুকোন। সেপ্টেম্বর মাসেই শোনাতে চলেছেন সুখবর। কোল আলো করে জুটির আসতে চলেছে সন্তান। যদিও এই সময় মোটেও বাড়ি বসে সময় কাটাচ্ছেন না তিনি। বরং চুটিয়ে কাজ করছেন কল্কি স্টার। দীপিকা পাড়ুকোন অন্তঃসত্ত্বা অবস্থাতেই কল্কি ছবির শুট করেছেন। পাশাপাশি করেছেন আরও বেশ কিছু শুট। অম্বানিদের প্রিওয়েডিং থেকে শুরু করে বিয়ে, ছবির প্রচার, টোন্ড ফিগারেই বারবার দিয়েছেন ধরা। খুব একটা চেহারাতে পরিবর্তনও আসেনি তাঁর। দেখতে যেন আরও সুন্দর হয়ে গিয়েছেন। এই বিশেষ সময় কীভাবে নিজের যত্ন নিচ্ছেন তিনি? এবার সেই প্রসঙ্গতেই মুখ খুললেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেই করলেন পোস্ট।

না, এই সময় কড়া ডায়েটে হঠাৎ করে ঢুকে পড়া নয়। বরং দীপিকা বরাবরই নির্দিষ্ট কিছু নিয়ম মেনেই খাবার খেয়ে থাকেন। পিকু অভিনেত্রী তাঁর ভক্তদের জন্য বললেন, যা দেখছেন বা যা পড়ছেন কখনই তাতে বিশ্বাস করবেন না। একজনের উচিৎ ব্যালন্স ডায়েট করা আর নিজের শরীর কী চায় সেটা বোঝা। শরীরের ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়ায় তিনি বিশ্বাসী নয়। ডায়েট মানেই অনেকের মাথায় ঢুকে যায় কম খাওয়া। যা একেবারেই সত্যি নয়। কেউ তাঁর জীবনকে কীভাবে দেখছেন, সেটাই তাঁর ডায়েট।

ঝড়ের গতিতে ভাইরাল হয় এই পোস্ট। সকাল থেকে রাত, কোন সেলেব কী কী খান, তা নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। তবে অন্ধের মত সেই ডায়েট নিজের শরীরে চাপিয়ে দেওয়ায় একেবারেই বিশ্বাসী নন দীপিকা। সেটাই আরও একবার স্পষ্ট করে দিলেন তাঁর পোস্টে।