
আগামী মাসেই মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। বলিউড গুঞ্জনে মোটামুটি এমন কথা আগে থেকেই রটে গিয়েছে। এমনকী, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে ক্য়ামেরা থেকে একেবারে দূরে রয়েছেন ক্যাটরিনা (Katrina Kaif)। দিওয়ালির শুভেচ্ছা পোস্টেও একবারের জন্যও দেখা যায়নি ক্যাটরিনার মুখ। তবে এরই মাঝে হঠাৎ করে ভাইরাল হল অন্তঃসত্ত্বা ক্য়াটরিনার একটি ভিডিয়ো। যা কিনা পাপারাজ্জিরা গোপনে তুলেছেন। আর পাপারাজ্জিদের এমন কাণ্ড নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন ভিকি কৌশল ও তাঁর পরিবার।
যেখানেই সেলেবরা যান, সেখানেই পৌঁছে যান ছবি শিকারিদের দল। তা নিয়ে নানা সময়ই সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন সেলিব্রিটিরা। গত বছরই এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন আলিয়া ভাট। রাহার সঙ্গে তাঁর ছবি-ভিডিয়ো এবং বিনা অনুমতিতে তাঁদের নতুন বাড়ির ভিডিয়ো তোলায় রীতিমতো ক্ষেপে গিয়েছিলেন আলিয়া। পুলিশের দ্বারস্থও হয়েছিলেন। আর এবার হয়তো সেই পথেই হাঁটতে চলেছেন ক্য়াটরিনা ও ভিকি।
ক্যাটরিনার যে ছবিটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে বাড়ির বারান্দায়, গোলাপি রঙের পোশাকে দাঁড়িয়ে রয়েছেন ক্যাটরিনা। হাতে তাঁর কফির কাপ। পাপারাজ্জিরা ক্যাটরিনার বাড়ির বিপরীত থেকে জুম লেন্সের সাহায্যে ছবিটি তুলেছেন। আর তা সোশাল মিডিয়ায় আসতেই ভাইরাল। এই ঘটনায় নেটিজেনরা কিন্তু ক্যাটরিনার পাশেই। ব্যক্তিগত মুহূর্ত কেন এভাবে ফাঁস হল, তা নিয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। শোনা যাচ্ছে, এর বিরুদ্ধে পুলিশে যাবেন ভিকি ও ক্যাটরিনা।
কাকপক্ষীও টের পাননি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রেম করছেন। তারপরই দুম করে বলিউডে পড়ল বোমা। কঠোর নিরাপত্তায়, গোপনীয়তা বজার রেখে সাত পাকে বাঁধা পড়লেন ক্যাট ও ভিকি। ২০২১ সালের ডিসেম্বর মাসে জমজমাট বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।