AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katrina Kaif: গুঞ্জনে ইতি, মা হচ্ছেন ক্যাটরিনা, ভিকির সংসারে কবে আসছে নতুন সদস্য?

Katrina Kaif and Vicky Kaushal on Pregnancy: তবে এতদিন সেই গুঞ্জনকে পাত্তা দেননি ক্যাট বা ভিকি কৌশল। এবার সুখবর শোনালেন নিজেরাই। ইনস্টাগ্রামে ক্যাটরিনার বেবিবাম্পের ছবি শেয়ার করে ক্যাট ও ভিকি জানিয়ে দিলেন, তাঁদের সংসারে আসছে নতুন সদস্য।

Katrina Kaif: গুঞ্জনে ইতি, মা হচ্ছেন ক্যাটরিনা, ভিকির সংসারে কবে আসছে নতুন সদস্য?
| Updated on: Sep 23, 2025 | 1:12 PM
Share

অবশেষে গুঞ্জনে ইতি। মা হচ্ছেন ক্যাটরিনা কইফ। গত বছর ধরেই ক্যাটরিনার মা হওয়া নিয়ে গুঞ্জনপাড়া উত্তাল ছিল। তবে এতদিন সেই গুঞ্জনকে পাত্তা দেননি ক্যাট বা ভিকি কৌশল। এবার সুখবর শোনালেন নিজেরাই। ইনস্টাগ্রামে ক্যাটরিনার বেবিবাম্পের ছবি শেয়ার করে ক্যাট ও ভিকি জানিয়ে দিলেন, তাঁদের সংসারে আসছে নতুন সদস্য।

কী লিখলেন ক্যাট ও ভিকি?

পোলেরয়েড স্টাইলে একটি সাদা কালো ছবি শেয়ার করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। যেখানে দেখা গিয়েছে ক্যাটরিনার বেবি বাম্পকে পরম আদরে ছুঁয়ে রয়েছেন ভিকি। এই ছবি পোস্ট করে ক্যাপসনে তাঁরা লিখলেন, আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হতে চলেছে। যা কিনা হয়ে উঠবে আনন্দে ভরপুর।

এই মুহূ্র্তে আট মাসের অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আগামী অক্টোবর শেষ বা নভেম্বরের শুরুতেই মা হবেন ক্যাটরিনা। এই কারণেই ক্যাটরিনা ইদানিং রয়েছেন মিডিয়ার লোকচক্ষুর আড়ালে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত ক্যাটরিনা বা ভিকির কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায় না।

ক্যাটরিনা ও ভিকির পোস্ট-

View this post on Instagram

A post shared by Katrina Kaif (@katrinakaif)

কাকপক্ষীও টের পাননি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রেম করছেন। তারপরই দুম করে বলিউডে পড়ল বোমা। কঠোর নিরাপত্তায়, গোপনীয়তা বজার রেখে সাত পাকে বাঁধা পড়লেন ক্যাট ও ভিকি। ২০২১ সালের ডিসেম্বর মাসে জমজমাট বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।