‘ম্যাক্সওয়েলের সঙ্গে বিয়ে হয়নি বলে…’, কোন প্রশ্নের মুখে পড়লেন প্রীতি জিন্টা?

প্রেম বা বিয়ের প্রসঙ্গ টেনে এনে বলিউডের নায়িকাদের এরকম হেনস্থা করার ঘটনা এই প্রথম নয়। বলিউডের নায়কদের দিকে এমন মন্তব্য অনেক কম আসে সোশ্যাল মিডিয়াতে। সেই নিরিখে প্রীতির এমন প্রতিবাদে তাঁর অনুরাগীরা খুশি।

ম্যাক্সওয়েলের সঙ্গে বিয়ে হয়নি বলে..., কোন প্রশ্নের মুখে পড়লেন প্রীতি জিন্টা?

| Edited By: Bhaswati Ghosh

May 14, 2025 | 1:05 PM

সোশ্যাল মিডিয়াতে প্রীতি জিন্টার এক অনুরাগী নায়িকাকে একটা প্রশ্ন করে বসেছেন। তাঁর বক্তব্য, ”ম্যাম ম্যাক্সওয়েলের সঙ্গে আপনার বিয়ে হয়নি বলে কি উনি আপনার টিমে ভালো করে খেলতেন না?” এমন প্রশ্ন প্রীতির মতো নায়িকা এড়িয়ে যাবেন সেটাই সকলে ভেবেছিলেন। কিন্তু প্রীতি যোগ্য জবাব দিয়েছেন এমন প্রশ্নের।

তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ”আপনি কি পুরুষ টিম মালিকদের একই প্রশ্ন করতেন? নাকি শুধু বৈষম্যের কারণে একজন মহিলাকেই এমন প্রশ্ন করা যায়? আমার কোনও ধারণা ছিল না একজন মহিলার পক্ষে কর্পোরেট দুনিয়ায় অস্তিত্ব রক্ষা করা কতটা কঠিন, ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার আগে। আমার মনে হয়, আপনি মজা করে প্রশ্নটা করেছেন। কিন্তু ভালো করে প্রশ্নটার দিকে তাকিয়ে দেখুন আর বোঝার চেষ্টা করুন, আপনি ঠিক কী বলতে চাইছেন। আপনি যদি বোঝেন যে ঠিক কী বলতে চাইছেন, তা হলে বুঝবেন, বিষয়টা মোটেই কাম্য নয়! আমার মনে হয় গত ১৮ বছর আমি যোগ্যতার সঙ্গে কাজ করেছি। তাই আমি যে সম্মানটা অর্জন করেছি, সেটা আমাকে দিন। জেন্ডার বায়াস বন্ধ করুন।”

প্রেম বা বিয়ের প্রসঙ্গ টেনে এনে বলিউডের নায়িকাদের এরকম হেনস্থা করার ঘটনা এই প্রথম নয়। বলিউডের নায়কদের দিকে এমন মন্তব্য অনেক কম আসে সোশ্যাল মিডিয়াতে। সেই নিরিখে প্রীতির এমন প্রতিবাদে তাঁর অনুরাগীরা খুশি।

সম্প্রতি ‘কাল হো না হো’ ছবিটা নিয়ে মনের কথা ভাগ করে নিয়েছেন নায়িকা। তিনি বলেছেন, তাঁর প্রথম প্রেমিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। তাই এই ছবিটার সঙ্গে তিনিও একাত্ম বোধ করেন।