
বলিউড (Bollywood) ছেড়ে পাকাপাকি ভাবে হলিউডে(Hollywood) সাম্রাজ্য বিস্তার করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তিনি এখন হলিউডের সফল অভিনেত্রী। স্বামী নিক জোনাস ও মেয়ে মালতীকে নিয়ে দেশ ছেড়ে বিদেশেই থাকছেন বলিউডের ‘দেশি গার্ল।’সম্প্রতি মুক্তি পেতে চলেছে তাঁর ওয়েব সিরিজ় ‘সিটাডেল।’বলিউড-হলিউড মিলিয়ে অভিনয় জগতে কম দিন হল না প্রিয়াঙ্কার। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ সাফল্যের শীর্ষে তিনি। তবে জীবনের প্রথম বড় সাফল্য কীভাবে সেলিব্রেট করেছিলেন তিনি? জীবনের প্রথম পাওয়া বড় অঙ্কের চেক দিয়ে কী করেছিলেন, নিজের মুখেই জানালেন সে কথা।
সম্প্রতি মুক্তি পেতে চলেছে ‘দ্য় রুশো ব্রাদার্স’ পরিচালিত ওয়েব সিরিজ় ‘সিটাডেল।’ এই সিরিজ়ে রিচার্ড ম্যাডনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রিয়াঙ্কা। এই প্রসঙ্গেই একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান জীবনের প্রথম পাওয়া চেকটি মা মধু চোপড়া আগলে রাখার পর দ্বিতীয় বড় অঙ্কের চেক দিয়ে কী করেছিলেন। প্রিয়াঙ্কার কথায়, “বড় অঙ্কের চেক পেয়ে প্রথমেই একটা গাড়ি কিনেছিলাম। এবং একটা সলিটায়ের (হীরের বিশেষ ধরন) হীরের আংটি কিনি নিজের জন্য। এরপর নিজের জন্য গয়না কিনতে থাকি।” এখানেই শেষ নয়, তিনি আরও জানান, জীবনের ছোট বড় সব সাফল্য়কে তিনি উদযাপন করেছেন নিজেকে কিছু-না- কিছু উপহার দিয়ে। এবং তাঁর এই ভাবনাকে বরাবর উৎসাহ দিয়েছে তাঁর পরিবার।” প্রিয়াঙ্কা বলেন, “মা সবসময় বলে এসেছেন নিজের জন্য কিছু অন্তত কেন।”
প্রিয়াঙ্কার জীবনের সবচেয়ে ভাল বন্ধু তাঁর মা মধু চোপড়া ও স্বামী নিক জোনাস। কথায় কথায় প্রিয়াঙ্কা বলেন, ” নিকের সঙ্গে সব জায়গায় যেতে চাই। কারণ ও খুবই শক্তিশালী। আর আমার মা? তাঁকে আপনি কোনও শহরের যে প্রান্তেই ছেড়ে দিন একটা না একটা রেস্তরাঁ খুঁজে দেবেনই। তাই এই দুজনের সঙ্গেই ঘুরে বেড়াতে চাই। ওদের মতো সঙ্গী আর কোথায় পাবো? ” প্রসঙ্গত, আগামী ২৮ এপ্রিল আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে প্রিয়াঙ্কা অভিনীত ওয়েব সিরিজ় ‘সিটাডেল’