এত খাবার কি একাই খেলেন প্রিয়ঙ্কা চোপড়া?

স্বরলিপি ভট্টাচার্য |

Feb 03, 2021 | 1:28 PM

প্রিয়ঙ্কার প্রশ্নের উত্তরে মজার রিঅ্যাকশন দিয়েছেন তাঁর ভক্তরা। তবে তার মধ্যে রয়েছেন প্রিয়ঙ্কার এক সহ অভিনেতাও।

এত খাবার কি একাই খেলেন প্রিয়ঙ্কা চোপড়া?
প্রিয়ঙ্কা চোপড়া।

Follow Us

সামনে বিরাট থালা। আর তাতে রয়েছে নানা রকম খাবার। সামনে বসে অবাক হয়ে সেই খাবারের দিকেই তাকিয়ে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। যাঁর ডায়েট নিয়ে রীতিমতো আন্তর্জাতিক মহলেও চর্চা হয়। তিনি এত খাবার খাবেন? কেনই বা সাজিয়ে রেখেছেন এত খাবারের ছবি?

সদ্য সোশ্যাল ওয়ালে ঠিক এমন ছবিই শেয়ার করেছেন প্রিয়ঙ্কা। এত খাবার নিয়ে তিনি যে দৃশ্যতই বিভ্রান্ত তা স্পষ্ট। সে ইঙ্গিত রয়েছে তাঁর ছবির ক্যাপশনেও। তিনি লিখেছেন, “এগুলো নিয়ে আমি কী করব?” অর্থাৎ তাঁর অনুরাগীদের কাছেই সাজেশন চেয়েছেন নায়িকা।

আরও পড়ুন, নিজেকে নিয়ে মিম করেছিলেন ইরফান! কিন্তু কীভাবে?

প্রিয়ঙ্কার প্রশ্নের উত্তরে মজার রিঅ্যাকশন দিয়েছেন তাঁর ভক্তরা। তবে তার মধ্যে রয়েছেন প্রিয়ঙ্কার এক সহ অভিনেতাও। তিনি রাজকুমার রাও (Rajkummar Rao)। অভিনেতার সাজেশন, ‘তুমি এটা শেষ করতে পারবে প্রিয়ঙ্কা, কাম অন।’

‘দ্য হোয়াইট টাইগার’-এ প্রথমবার একসঙ্গে কাজ করেছেন প্রিয়ঙ্কা এবং রাজকুমার। চলতি বছরের ডিসেম্বরেই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসবে তাঁদের যৌথ কাজ। রাজকুমারের মজার কমেন্ট দেখে বহু অনুরাগীর প্রশ্ন, তাহলে কি প্রিয়ঙ্কা এতটাই ফুডি? শুটিং সেটে ডায়েটের তোয়াক্কা না করেই একের পর এক এমন লোভনীয় খাবার খেয়ে নিতেন তিনি? রাজকুমার শুটিংয়ে তাঁকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। সে কারণেই কি এই থালার সব খাবার খেয়ে নিতে প্রিয়ঙ্কাকে উৎসাহ দিয়েছেন প্রকাশ্যে?

আরও পড়ুন, একমাত্র দীপিকাকেই জড়িয়ে ধরতে পারেন এক অভিনেত্রী!

প্রিয়ঙ্কা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি খেতে ভালবাসেন। বিশেষত বাড়ির রান্না তাঁর পছন্দের। যে কোনও ঘরোয়া মেনুতে কখনও না নেই নায়িকার। একই সঙ্গে পছন্দ স্পাইসি খাবারও। কিন্তু যে কোনও খাবারই মেপে খান তিনি। পেশার খাতিরেই চেহারার আলাদা যত্ন নিতে হয় তাঁকে। তাই ডায়েট মাস্ট। তবে নিজের মতো করে চিট ডে-ও রাখেন তিনি। সেদিন খেয়ে নেন পছন্দের যে কোনও খাবার। যদিও এই থালার সব খাবার তিনি একাই খেলেন কিনা, সে বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও ক্লু দেননি তিনি।

Next Article