একমাত্র দীপিকাকেই জড়িয়ে ধরতে পারেন এক অভিনেত্রী!
আপনার জন্য প্রথম ক্লু, তিনি বলিউডেই কাজ করেন। গেস করুন তো।
TV9 বাংলা ডিজিটাল: দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তাঁকে জড়িয়ে ধরা তো নেহাত সোজা কথা নয়। সেই দীপিকাকেই জড়িয়ে ধরছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে প্রকাশ্যেই জানাচ্ছেন দীপিকার প্রতি তাঁর ভালবাসার কথা। কে তিনি?
আপনার জন্য প্রথম ক্লু, তিনি এক অভিনেত্রী। বলিউডেই কাজ করেন। গেস করুন তো।
বেশ। এবার দ্বিতীয় ক্লু। এই অভিনেত্রী নতুন প্রজন্মের প্রতিনিধি। দীপিকা নাকি তাঁর রোল মডেল। ইনি কে বলুন তো?
আরও পড়ুন, সইফ নিশ্চিত, বড় হয়ে অভিনেতাই হবে তৈমুর!
আসলে ইনি অনন্যা পাণ্ডে (Ananya Panday)। শকুন বাত্রার পরের ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা এবং অনন্যা। এই পর্বের প্রথম পর্বের শুটিংয়ে গোয়ায় বেশ কিছুদিন একসঙ্গে ছিলেন এই দুই অভিনেত্রী। ডিসেম্বরের মাঝামাঝি ফের শুরু হবে শুটিং। তার আগে অনস্ক্রিন সিনিয়রের প্রতি অফস্ক্রিনের ভালবাসার কথা প্রকাশ্যেই শেয়ার করলেন অনন্যা।
অনন্যা সোশ্যাল মিডিয়ায় দীপিকাকে জড়িয়ে ধরার একটি ছবি শেয়ার করেছিলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা সেই ছবিতে অনন্যা লিখেছিলেন, ‘তোমাকে ভালবাসি দীপিকা, আর একমাত্র তোমাকেই জড়িয়ে ধরতে পারি।’ এই ভালবাসার প্রত্যুত্তরও দিয়েছেন দীপিকা। ইনস্টাগ্রামে উত্তরে তিনি লিখেছেন, ‘লভ ইউ বেবি গার্ল।’
আরও পড়ুন, মলদ্বীপে বিকিনির সাজে ছুটি কাটাচ্ছেন দিশা, সঙ্গে কে?
‘খালি পেলি’-র পর শকুন বাত্রার এই ছবিটিই অনন্যার হাতে রয়েছে। দীপিকা ছাড়াও সিদ্ধান্ত চতুর্বেদী, বিজয় দেবেরোকোন্ডার মতো অভিনেতার অভিনয়ে সমৃদ্ধ হবে এই ছবি। এখনও পর্যন্ত সিভিতে মাত্র তিনটি ছবির অভিজ্ঞতা রয়েছে অনন্যার। কিন্তু এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বহু অনুরাগী তৈরি হয়ে গিয়েছে। নিজেকে ফ্যাশনিস্তা হিসেবেও বার বার প্রমাণ করেছেন তিনি। ঘনিষ্ঠ মহলে অনন্যা জানিয়েছেন, দীপিকা তাঁর আইডল। একসঙ্গে কাজ করতে গিয়ে সিনিয়রের থেকে অনেক কিছু শিখছেন তিনি।