AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মলদ্বীপে বিকিনির সাজে ছুটি কাটাচ্ছেন দিশা, সঙ্গে কে?

| Updated on: Dec 01, 2020 | 8:14 AM
Share
লকডাউনে দীর্ঘ কয়েক মাস গৃহবন্দি থাকার পর নিউ নর্মালে বেড়াতে বেরিয়ে পড়েছেন অনেকেই। ব্যতিক্রম নন বলিউড অভিনেত্রী দিশা পটানিও (Disha Patani)।

লকডাউনে দীর্ঘ কয়েক মাস গৃহবন্দি থাকার পর নিউ নর্মালে বেড়াতে বেরিয়ে পড়েছেন অনেকেই। ব্যতিক্রম নন বলিউড অভিনেত্রী দিশা পটানিও (Disha Patani)।

1 / 8
বলিউডের এখন নতুন ডেস্টিনেশন নাকি মলদ্বীপ। করোনা আতঙ্কের মধ্যেই ছুটি কাটাতে নাকি মলদ্বীপকে (Maldives) বেছে নিচ্ছেন বলি তারকাদের একটা বড় অংশ। সেই তালিকায় রয়েছে দিশারও নাম।

বলিউডের এখন নতুন ডেস্টিনেশন নাকি মলদ্বীপ। করোনা আতঙ্কের মধ্যেই ছুটি কাটাতে নাকি মলদ্বীপকে (Maldives) বেছে নিচ্ছেন বলি তারকাদের একটা বড় অংশ। সেই তালিকায় রয়েছে দিশারও নাম।

2 / 8
সম্প্রতি মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন দিশা। সেখানের সমুদ্র সৈকতে নিজের বিকিনি (Bikini) পরা ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন দিশা। সেখানের সমুদ্র সৈকতে নিজের বিকিনি (Bikini) পরা ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

3 / 8
সোশ্যাল মিডিয়ায় দিশার অনুরাগীর সংখ্যা প্রচুর। প্রিয় নায়িকার ভ্যাকশন মুডের ছবি তাঁদের হাতে হাতে এখন ভাইরাল।

সোশ্যাল মিডিয়ায় দিশার অনুরাগীর সংখ্যা প্রচুর। প্রিয় নায়িকার ভ্যাকশন মুডের ছবি তাঁদের হাতে হাতে এখন ভাইরাল।

4 / 8
তবে মলদ্বীপে কার সঙ্গে দিশা ছুটি কাটাচ্ছেন, তা অবশ্য স্পষ্ট করেননি। কে রয়েছেন ক্যামেরার পিছনে তা নিয়েও রয়েছে কৌতূহল।

তবে মলদ্বীপে কার সঙ্গে দিশা ছুটি কাটাচ্ছেন, তা অবশ্য স্পষ্ট করেননি। কে রয়েছেন ক্যামেরার পিছনে তা নিয়েও রয়েছে কৌতূহল।

5 / 8
এই প্রথম নয়। এর আগেও বহুবার নিজেকে বিকিনিতে সাজিয়েছেন দিশা। আসলে তিনি নিজেকে মেনটেন করেন। নায়িকা মনে করেন, কমফর্টেবল না হলে কোনও পোশাকই ক্যারি করা যায় না।

এই প্রথম নয়। এর আগেও বহুবার নিজেকে বিকিনিতে সাজিয়েছেন দিশা। আসলে তিনি নিজেকে মেনটেন করেন। নায়িকা মনে করেন, কমফর্টেবল না হলে কোনও পোশাকই ক্যারি করা যায় না।

6 / 8
দিশার সঙ্গে টাইগার শ্রফের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা রয়েছে ইন্ডাস্ট্রিতে। তাই দিশার ছবিতে টাইগারের লাইক নিয়েও চলছে চর্চা। অন্যদিকে টাইগারের বোন কৃষ্যা শ্রফ দিশার ছবির কমেন্টে লিখেছেন, ‘একজন অনুপ্রেরণা’।

দিশার সঙ্গে টাইগার শ্রফের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা রয়েছে ইন্ডাস্ট্রিতে। তাই দিশার ছবিতে টাইগারের লাইক নিয়েও চলছে চর্চা। অন্যদিকে টাইগারের বোন কৃষ্যা শ্রফ দিশার ছবির কমেন্টে লিখেছেন, ‘একজন অনুপ্রেরণা’।

7 / 8
পরের ছবিতে নাকি সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দিশা। ছবির নাম ‘রাধে:ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।

পরের ছবিতে নাকি সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দিশা। ছবির নাম ‘রাধে:ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।

8 / 8