মুখোশের আড়ালে এ কোন রূপ! প্রিয়াঙ্কাকে এমনভাবে দেখেছেন আগে?

Priyanka New Look: তারা কি পারবে এই চক্রের মাথা কে খুঁজে বের করতে? সেটাই জানা যাবে ছবিতে। সুহিতার চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। পুলিশ অফিসারের চরিত্র করছেন উমাকান্ত পাতিল। তিনি ‘জওয়ান’ বা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র মতো ছবিতে কাজ করেছেন।

মুখোশের আড়ালে এ কোন রূপ! প্রিয়াঙ্কাকে এমনভাবে দেখেছেন আগে?

| Edited By: জয়িতা চন্দ্র

Mar 07, 2025 | 11:51 AM

নতুন বাংলা ছবি ‘ভামিনী’-র কাজ শেষ করেছেন পরিচালক ডক্টর স্বর্ণায়ু মৈত্র। সিনেমার প্রধান চরিত্র সুহিতা একজন কলেজের অধ্যাপিকা। তার বাড়িতে আশ্রিতা তিনজন মেয়ে বাহা, মুন্নি আর মেঘাকে নিয়ে সে গমীরা নাচের দল চালায়। সেই গমীরার আড়ালে, বিভিন্ন অসামাজিক কাজের বিরুদ্ধে তারা লড়াই করে। হঠাৎ শহরে নিয়ম বহির্ভূতভাবে এক ক্লিনিকাল ট্রায়াল শুরু হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের উপর। যার প্রভাবে অনেক বাচ্চা মেয়ে ও মহিলা ধীরে-ধীরে মারা যেতে থাকে।

সুহিতা তার দল নিয়ে এই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই শুরু করে। তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সুহিতার বন্ধু ও কলিগ কমল আর স্পেশাল পুলিশ অফিসার ইন্দ্র। তারা কি পারবে এই চক্রের মাথা কে খুঁজে বের করতে? সেটাই জানা যাবে ছবিতে। সুহিতার চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। পুলিশ অফিসারের চরিত্র করছেন উমাকান্ত পাতিল। তিনি ‘জওয়ান’ বা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র মতো ছবিতে কাজ করেছেন।

কমলের চরিত্রে দেখা যাবে তথাগত মুখোপাধ্যায়কে। সন্দীপ ভট্টাচার্য, ছন্দা করঞ্জি থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এই ছবির শুটিং হয়েছে বালুরঘাটে। সন্দীপ সরকার প্রযোজিত এই ছবি এপ্রিলের ২৫ তারিখ মুক্তি পাবে। এপ্রিল মাসে ৭টা ছবি মুক্তি পাবে, সেটা এখনই ঘোষণা হয়ে গিয়েছে। কোনটা দর্শক দেখবেন আর কোনটা ফ্লপ হবে, সেটাই দেখার।