‘বলিউডে প্রিয়াঙ্কার জন্য কোনও কাজ পাইনি’, বিস্ফোরক বোন মীরা!

স্বরলিপি ভট্টাচার্য |

Apr 28, 2021 | 6:25 PM

২০০৫-এ তামিল ছবি ‘আনবে আরুইরে’ দিয়ে অভিনয় কেরিয়ারের ডেবিউ করেছিলেন মীরা। ২০১৪-এ সতীশ কৌশিক অভিনীত কমেডি ড্রামা ‘গ্যাং অব ঘোস্টস’ মীরার প্রথম বলিউডি কাজ।

‘বলিউডে প্রিয়াঙ্কার জন্য কোনও কাজ পাইনি’, বিস্ফোরক বোন মীরা!
প্রিয়াঙ্কা চোপড়া এবং মীরা চোপড়া।

Follow Us

মীরা চোপড়া। না! তাঁকে হয়তো আপনি চেনেন না। চেনার কথাও নয়। কিন্তু সম্পর্কে তিনি অভিনেত্রী (Actress) প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) তুতো বোন। বলিউড শুধু নয়, হলিউডেও নিজের পায়ের তলার জমি শক্ত করে ফেলেছেন প্রিয়াঙ্কা। তিনি এখন আন্তর্জাতিক মানের সেলেব। কিন্তু এই দিদির জন্যই এক সময় বলিউডে নাকি কাজ পাননি মীরা। সদ্য এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।

২০০৫-এ তামিল ছবি ‘আনবে আরুইরে’ দিয়ে অভিনয় কেরিয়ারের ডেবিউ করেছিলেন মীরা। ২০১৪-এ সতীশ কৌশিক অভিনীত কমেডি ড্রামা ‘গ্যাং অব ঘোস্টস’ মীরার প্রথম বলিউডি কাজ। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করলেও বলিউডে নাকি তেমন ভাবে কাজের সুযোগ পাননি তিনি। তার কারণ নাকি তিনি সম্পর্কে তিনি প্রিয়াঙ্কা চোপড়ার বোন!

সম্প্রতি এক সাক্ষাৎতারে মীরা বলেন, “বলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার জন্য কোনও কাজ পাইনি। আমাদের পরিবার থেকে প্রিয়াঙ্কারই সব সময় সব সুযোগ সুবিধে পেয়েছে। দর্শক ওকেই সিরিয়াসলি নিয়েছিল।” মীরার অন্য দুই বোন পরীণিতি চোপড়া এবং মানারাও অভিনেত্রী। কিন্তু এ কথা ইন্ডাস্ট্রির অনেকেই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, প্রিয়াঙ্কার মতো সাফল্য তাঁরা কেউই পাননি।

আরও পড়ুন, কার্ফুর নিয়ম লঙ্ঘন করে শুটিংয়ের অভিযোগে আটক জিমি শেরগিল

মীরার কথায়, “আমি যখন বলিউডে কাজ করব বলে ঠিক করি প্রিয়াঙ্কা চোপড়ার বোন বলে একটা আলাদা উত্তেজনা তৈরি হয়েছিল। কিন্তু প্রিয়াঙ্কার জন্যই কোনও কাজ পাইনি। আমি ওর বোন বলেই কোনও প্রযোজক আমাকে কাস্ট করতে চায়নি। ফলে ও আমার আত্মীয় হওয়ায় আমার কেরিয়ারে কোনও সুবিধে হয়নি।”

তবে মীরা স্বীকার করেছেন, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁকে কখনও তুলনা করা হয়নি। তিনি যে পরিবারের মেয়ে, সেখানে সিনেমা সম্বন্ধে অনেকেরই জ্ঞান রয়েছে বলে তাঁকে ইন্ডাস্ট্রির মানুষ সিরিয়াসলি নিতেন। এটাও স্বীকার করে নিয়েছেন তিনি। মীরার শেষ ছবি ‘সেকশন ৩৭৫’। সেই ছবিতে রিচা চাড্ডা, অক্ষয় খান্না, রাহুল ভাটের মতো শিল্পীর সঙ্গে কাজ করেছেন। জানা গিয়েছে, ‘নাস্তিক’ নামের একটি ছবি তাঁর হাতে রয়েছে। সে ছবিতে অর্জুন রামপালের সঙ্গে অভিনয় করবেন তিনি।

Next Article