নিজের ছবির প্রিমিয়ারে আসার পথেই মর্মান্তিক মৃত্যু অভিনেতা রুবেলের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 07, 2024 | 9:35 PM

Ahmed Rubel: রুবেল অভিনীত 'পেয়ারার সুবাস' নামক ছবিটিতে আছেন জয়া আহসান। পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া। এ ছাড়াও ওই ছবিতে আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম সহ অন্যান্য।

নিজের ছবির প্রিমিয়ারে আসার পথেই মর্মান্তিক মৃত্যু অভিনেতা রুবেলের
নিজের ছবির প্রিমিয়ারে আসার পথেই মর্মান্তিক মৃত্যু

Follow Us

এ যেন আশ্চর্য এক সমাপতন! যে ছবির মুক্তির জন্য আট বছর ধরে অপেক্ষা করেছেন সকলেই সেই ছবি ‘পেয়ারার সুবাস’-এর প্রিমিয়ারের দিনেই মুক্তি হন ওই ছবির অন্যতম প্রধান অভিনেতা আহমেদ রুবেলের। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘যুগান্তর’-এর এক রিপোর্ট অনুযায়ী, ঢাকার স্টার সিনেপ্লেক্সে ওই সিনেমার প্রিমিয়ার শো ছিল। সেই অনুষ্ঠানেই যাচ্ছিলেন রুবেল। সিনেমার প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির ওই সংবাদমাধ্যমকে বলেছেন, “আতিক ভাই আর রুবেল ভাই একসঙ্গেই আসছিলেন। বসুন্ধরা সিটির বেজমেন্টে গাড়ি রেখে প্রিমিয়ার অনুষ্ঠানে আসছিলেন। গাড়ি থেকে নামার পর রুবেল ভাই হুট করেই ফ্লোরে পড়ে যান। এরপর তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” প্রাথমিক ভাবে চিকিৎসকদের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন সকলেই। আনন্দের এক দিন যে এভাবে বিষাদ বয়ে আনতে পারেন তা যে কল্পনাও করতে পারেননি কেউই।

রুবেল অভিনীত ‘পেয়ারার সুবাস’ নামক ছবিটিতে আছেন জয়া আহসান। পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া। এ ছাড়াও ওই ছবিতে আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম সহ অন্যান্য।

১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম নেন রুবেল। থিয়েটার দিয়েই যাত্রা শুরু হয় তাঁর। বহু নাটকে অভিনয় করেছেন তিনি। তবে তাঁর কেরিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘শ্যামল ছায়া’ সিনেমায় অভিনয়। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকে পাথর তাঁর অনুরাগীরা।

Next Article
‘বাবা হয়ে ছেলেকে কিছুই শেখায়নি…’, অমিতাভকে নিয়ে বেফাঁস শাহরুখ!
‘ছাড়া নাকি পরে?’, মধুমিতার প্রশ্নে মারাত্মক সমালোচনা, জ্বলে উঠলেন ভক্তরা