রেজিস্ট্রির পর কাজে ফিরলেন প্রমিতা, কোন চরিত্রে জানেন?

ফের কাজে ফিরলেন প্রমিতা। জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে ‘অন্নদা’ নামের একটি চরিত্রে গত দু-তিন ধরে তাঁকে দেখছেন দর্শক।

রেজিস্ট্রির পর কাজে ফিরলেন প্রমিতা, কোন চরিত্রে জানেন?
প্রমিতা চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Apr 02, 2021 | 3:14 PM

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি রেজিস্ট্রি করেছেন অভিনেত্রী (Actress) প্রমিতা চক্রবর্তী (Promita Chakrabartty)। পাত্র রুদ্রজিৎ মুখোপাধ্যায়। রেজিস্ট্রির জন্য কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন। ফের কাজে ফিরলেন তিনি। জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে ‘অন্নদা’ নামের একটি চরিত্রে গত দু-তিন ধরে তাঁকে দেখছেন দর্শক।

কামব্যাক হিসেবে এই চরিত্রটি বেছে নিলেন কেন? ‘অন্নদা’ চরিত্রটিই বা কেমন? প্রশ্নের উত্তরে প্রমিতা বললেন, “অন্নদা রাসমণির নাতবৌ। তাঁর এক মেয়ে পদ্ম তাঁর কাছে থাকলেও জামাই থাকতেন না। তাঁদের সন্তান গণেশ, অর্থাৎ রাসমণির নাতি রাসমণির কাছে বড় হয়নি। নবদ্বীপে গিয়ে সেই নাতির সঙ্গে দেখা হয় তাঁর। সে সময় নবদ্বীপে সমস্ত মেয়েকে কৃষ্ণের সঙ্গে কণ্ঠীবদল করে দেবদাসী তৈরি করে দেওয়া হত। রাসমণি অন্নদার ক্ষেত্রে বাধা দেন। পরে ঘটনাচক্রে তাঁর নাতির সঙ্গে বিয়ে দেন।”

প্রমিতা আরও জানান, অন্নদা চরিত্রটির আলাদা গল্প রয়েছে। সন্তান সংক্রান্ত কোনও মোচড় থাকবে চিত্রনাট্যে যা এখনই খোলসা করতে চাইলেন না। তাঁর কথায়, “অন্নদার আলাদা গল্প আছে। স্ট্রাগল আছে। চরিত্রটা ভাল লেগেছে, সেজন্যই রাজি হলাম।”

পুরুলিয়াতে ডেস্টিনেশন রেজিস্ট্রি হয়েছিল প্রমিতা-রুদ্রজিতের। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সামাজিক বিয়ে করার ইচ্ছে রয়েছে এই জুটির। ইন্ডাস্ট্রির সতীর্থদের জন্য পার্টিরও ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে তাঁদের। আপাতত কাজ নিয়ে ব্যস্ত তাঁরা। অনেকদিন পরে চেনা ফ্লোর, চেনা রুটিনে ফিরে খুশি প্রমিতা।

আরও পড়ুন, কিয়াকে নিয়ে কোথায় বেড়াতে গেলেন কনীনিকা?