AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কিয়াকে নিয়ে কোথায় বেড়াতে গেলেন কনীনিকা?

কখনও মেয়ে কোলে সানগ্লাস পরে সেলফি তুলে পোস্ট করেছেন কনীনিকা। কখনও বা ফ্রেমে ছিলেন সুরজিৎও। কিয়াকে দেখেই বোঝা যাচ্ছে, ক্যামেরা দেখে বেশ মজা পেয়ছে খুদে।

কিয়াকে নিয়ে কোথায় বেড়াতে গেলেন কনীনিকা?
কিয়াকে নিয়ে কনীনিকার সেলফি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
| Updated on: Mar 30, 2021 | 7:48 PM
Share

বয়স এখন অনেকটাই কম তার। ছোট্ট মেয়ে সে। স্টার কিডও বটে। টলি মহলে স্টার কিডদের (star kid) তালিকায় সে এখন বেশ জনপ্রিয়। সে অর্থাৎ কিয়া। যদিও কিয়ার মা অর্থাৎ অভিনেত্রী (Actress) কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee) স্টার কিড শব্দটাতে বিশ্বাসী নন। কারণ তিনি মনে করেন দর্শক এবং মিডিয়াই স্টার তৈরি করে। তবুও কিয়া সোশ্যাল ওয়ালে বেশ জনপ্রিয়। এ বার সে বেড়াতে গেল গোয়ায়।

ছোট্ট বয়সেই বাবা-মায়ের সঙ্গে বেশ কয়েকটা জায়গা ঘুরেছে কিয়া। এর আগে মেয়েকে নিয়ে তিরুপতিতে গিয়েছিলেন কনীনিকা। এ বার মেয়ে এবং স্বামী সুরজিতের সঙ্গে গোয়া বেড়াতে গেলেন অভিনেত্রী।

কখনও মেয়ে কোলে সানগ্লাস পরে সেলফি তুলে পোস্ট করেছেন কনীনিকা। কখনও বা ফ্রেমে ছিলেন সুরজিৎও। কিয়াকে দেখেই বোঝা যাচ্ছে, ক্যামেরা দেখে বেশ মজা পেয়ছে খুদে।

কিয়াই এখন কনীনিকার জীবনে প্রায়োরিটি। মেয়েকে বড় করার পাশাপাশি ধীরে ধীরে কাজের জগতে ফিরছেন তিনি। অভিনয় শুরু করেছেন। পাশাপাশি চলছে অনলাইন ক্লাস। কিয়াকে অনেক জায়গায় বেড়াতে নিয়ে যেতে চান কনীনিকা। তবে মেয়ে বড় হবে নিজের শর্তেই। কিয়ার ইচ্ছেতে মা হিসেবে তিনি বাধা দেবেন না, এমনটাই জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন, শাশ্বতর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? অনুরাগ বললেন…