‘বধূবরণ’-এর ‘কনক’-কেই বউমা হিসেবে চেয়েছিলেন শাশুড়ি মা: প্রমিতা

বিয়ের আগে থেকেই শ্বশুর-শাশুড়ির সঙ্গে এই স্পেশ্যাল সম্পর্কটা শেয়ার করতে পেরে তিনি দারুণ খুশি। এমনটাই প্রমিতা জানালেন একান্ত আড্ডায়।

‘বধূবরণ’-এর ‘কনক’-কেই বউমা হিসেবে চেয়েছিলেন শাশুড়ি মা: প্রমিতা
অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Dec 12, 2020 | 2:14 PM

বাবা-মায়ের বিবাহবার্ষিকী। ২৯ বছর একসঙ্গে চলা। তা সেলিব্রেট করতেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী (Promita Chakrabartty)। বাবা-মায়ের সঙ্গে এক ফ্রেমে রয়েছেন হবু স্বামী অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়ও (Rudrajit Mukherjee)।

এই বিশেষ দিনের কী পরিকল্পনা জানতে ফোন করতেই হেসে প্রমিতা বললেন, “আসলে রুদ্রজিতের বাবা-মায়ের বিবাহবার্ষিকী আজ। আমারও বাবা-মা-ই বলতে পারেন। এখন থেকেই আমি ওঁদের বাবা-মা বলেই ডাকি। আসলে আগের বছর এই দিনটাতে আমরা পুরুলিয়ায় ছিলাম। ওঁরা ওখানেই থাকেন। সেলিব্রেট করেছিলাম। এই বছর আমি আর রুদ্রজিৎ দু’জনেই কলকাতায়। তাই সেলিব্রেশন আজ হবে না, তোলা থাকল পরের জন্য।”

আগামী ১৪ ফেব্রুয়ারি রেজিস্ট্রি এবং আংটি বদল করবেন এই জুটি। করোনা পরিস্থিতিতে কলকাতায় অনুষ্ঠান করছেন না। সব আয়োজন হবে পুরুলিয়াতেই। পরে কলকাতায় পার্টি দিতে পারেন। তবে তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলেই জানালেন প্রমিতা।

আরও পড়ুন, বউ বলেছে, এতদিন তো আমি জানতামই, এবার গোটা পৃথিবী জানে ‘মকবুল’ কত অনুগত: সাজি চৌধুরি

দুই অভিনেতার প্রেম পর্ব কয়েক বছরের। শুরু থেকেই রুদ্রজিতের বাবা-মায়ের সঙ্গে পরিচয় রয়েছে প্রমিতার। তাঁরা বাড়ির মেয়ের মতো স্নেহ করেন বলেই জানালেন। তাঁর কথায়, “প্রথম ওদের বাড়ি গিয়েছিলাম এক সরস্বতী পুজোর দিন। তার আগে ফোনে কথা হয়েছিল। ছবি দেখেছিলাম। মনে একটু ভয় ছিল আমার। কিন্তু প্রথম থেকেই ওঁরা আমাকে আপন করে নিয়েছেন। একদম মেয়ের মতো। আমাকে শুরু থেকেই তুই বলেন। সেটা আমার খুব ভাল লাগে। আমার ‘বধূবরণ’-ধারাবাহিকের কনক চরিত্র খুব জনপ্রিয় হয়েছিল। ওর মাও খুব দেখত ওটা। আমাকে পরে বলেছেন, উনি ভাবতেন, কনক বাড়ির বউ হলে খুব ভাল হয়। সেটাই সত্যি হতে চলেছে।”

রেজিস্ট্রির আগে প্রস্তুতি চলছে দুই বাড়িতেই। কাজ নিয়েও ব্যস্ত দু’জনে। বিয়ের আগে থেকেই শ্বশুর-শাশুড়ির সঙ্গে এই স্পেশ্যাল সম্পর্কটা শেয়ার করতে পেরে তিনি দারুণ খুশি। এমনটাই প্রমিতা জানালেন একান্ত আড্ডায়।

আরও পড়ুন, ইউভানের তিন মাসের জন্মদিন, আবেগে ভাসলেন রাজ-শুভশ্রী