AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাঁধে গুরুদায়িত্ব, চেহারায় এসেছে বদল! কেন কলকাতা ছাড়লেন প্রসেনজিৎ?

Prosenjit Chatterjee: এই রবিবারটা শহরে নেই তিনি। শুভ্রজিৎ মিত্র পরিচালিত হাইবাজেট ছবি ' দেবী চৌধুরানী'র শুটিংয়ের কারণে তাঁর আপাতত আস্তানা বোলপুরে।

কাঁধে গুরুদায়িত্ব, চেহারায় এসেছে বদল! কেন কলকাতা ছাড়লেন প্রসেনজিৎ?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়...
| Updated on: Mar 17, 2024 | 6:59 PM
Share

এই রবিবারটা শহরে নেই তিনি। শুভ্রজিৎ মিত্র পরিচালিত হাইবাজেট ছবি ‘ দেবী চৌধুরানী’র শুটিংয়ের কারণে তাঁর আপাতত আস্তানা বোলপুরে। ওই ছবির দ্বিতীয় শিডিউল শুরু হয়েছে। সেখানেই পৌঁছে গিয়েছেন তিনি। তাঁকে দেখে চেনা দায়! এক গাল কাঁচা-পাকা দাড়ি, সকালের হালকা রোদে নিজের চিরাচরিত লুক বদলের ছবি দিয়ে প্রসেনজিৎ লেখেন, “রবিবারের আগে একটু শরীর গরম করে নিচ্ছি, দেবী চৌধুরানির শুটিং রয়েছে।”

View this post on Instagram

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

এরই পাশাপাশি ‘জয় ভৈরবী’ লিখতেও ভুললেন না তিনি। তাঁর সাধনাতেই যে আপাতত মন সঁপেছেন তিনি। ছবিতে আইকনিক ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই সেই লুক সামনে এসেছে। তাঁকে অন্যরকম অবতারে দেখে খুশি তাঁর ভক্তরাও। দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এর আগেই তাঁর লুক সামনে এসেছিল। এই ছবির জন্য কম পরিশ্রম করেননি তিনি। ঘোড়ায় চড়া থেকে শুরু করে অসিচালনা সবই শিখতে হয়েছে তাঁকে। ইতিহাস যে বইয়ের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে, বাংলাকে চেনান জ্বলন্ত দলিল যে উপন্যাস, সেই উপন্যাস যেন কোনওভাবেই বিকৃত না হয়, সে হিসেব রাখতেও তৎপর পুরো টিম।

TV9 বাংলাকে পরিচালকে শুভ্রজিৎ এর আগে বলেছিলেন, “পাঁচটি বড় বাজেটের বাংলা ছবিতে যে পরিশ্রম ও অর্থ প্রয়োজন, সেই বাজেটে এই ছবি হতে চলেছে। অ্যাকশনের দিকটাও খুব গুরুত্বপূর্ণ। যোগাযোগ করা হয়েছে ভারতের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টরদের সঙ্গে।” বাংলা ছাড়াও ছ’টি ভারতীয় ভাষায় মুক্তি পাওয়ার কথা ‘দেবী চৌধুরাণী’র। স্থানীয় লোককথা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের সাহায্য নিয়ে পরিচালক স্বয়ং এই ছবির চিত্রনাট্য তৈরি করেছেন এক বছরেরও বেশি সময় ধরে। তাই নায়ক-নায়িকার ট্রেনিং থেকে শুরু করে, গোটা বিষয়টির তদারকির দায়িত্ব নিয়েছেন নিজে থেকেই। তবে দিনের শেষ জনতাই জনার্দন। ছবি মুক্তির ভাবে তাঁরা কতটা আপন করে নেন এই ছবি, এখন সেটাই দেখার।