দুর্গাপুজোয় বক্স অফিসে প্রসেনজিত্‍-দেবের জোর লড়াই! সঙ্গে ‘রক্তবীজ টু’

বাংলার দুই সুপারস্টার দেব এবং প্রসেনজিত্‍। তাঁরা এক বছর পুজোতে একসঙ্গে 'কাছের মানুষ' নিয়ে এসেছিলেন। এবার অবশ্য পুজোর বক্স অফিস লড়াইয়ের নিরিখে দুই তারকা বিরোধীপক্ষ। তবে একে-অন্যের ছবিকে শুভেচ্ছা জানাবেন, তা আঁচ করা যায়। ব্যক্তিগত জীবনে দুই সুপারস্টারের সম্পর্ক বেশ ভালো।

দুর্গাপুজোয় বক্স অফিসে প্রসেনজিত্‍-দেবের জোর লড়াই! সঙ্গে রক্তবীজ টু

| Edited By: Bhaswati Ghosh

May 28, 2025 | 12:37 PM

দুর্গাপুজোর বক্স অফিস লড়াই এবার জমজমাট। দেব অভিনীত ‘রঘুডাকাত’ আসবে, সেটা ঘোষণা করে দেওয়া হয়েছিল আগেই। সঙ্গে ‘রক্তবীজ টু’ দুর্গাপুজোতে আসবে সে কথা দর্শকের জানা। এবার জানা গেল ‘দেবী চৌধুরানী’ মুক্তি পাবে পুজোতে। যেখানে দেবী চৌধুরানী রূপে আছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর পাশে ভবানী পাঠক চরিত্রে দেখা যাবে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়কে।

বাংলার দুই সুপারস্টার দেব এবং প্রসেনজিত্‍। তাঁরা এক বছর পুজোতে একসঙ্গে ‘কাছের মানুষ’ নিয়ে এসেছিলেন। এবার অবশ্য পুজোর বক্স অফিস লড়াইয়ের নিরিখে দুই তারকা বিরোধীপক্ষ। তবে একে-অন্যের ছবিকে শুভেচ্ছা জানাবেন, তা আঁচ করা যায়। ব্যক্তিগত জীবনে দুই সুপারস্টারের সম্পর্ক বেশ ভালো।

পরিচালক শুভ্রজিত্‍ মিত্রর নতুন ছবি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। এই পিরিয়ড পিসের কাজ শুভ্রজিত্‍ করছেন এক বছরের বেশি সময় ধরে। ছবির যে প্রথম ঝলক সামনে এসেছে, তা দেখে দর্শকের অনেকে লিখেছেন, তাঁরা ছবিটা দেখার জন্য অপেক্ষা করছেন। শ্রাবন্তীকে সঙ্গে নিয়ে প্রসেনজিত্‍ ইতিমধ্যেই একটা জায়গায় এই ছবির প্রচার করেছেন। তাই দুর্গাপুজোর সময়ে এই তিন ছবির প্রচারপর্ব যে জমজমাট হবে, তা আশা করা যায়।

গত বছর দুর্গাপুজোতে মুক্তি পেয়েছিল ‘টেক্কা’, ‘শাস্ত্রী’ আর ‘বহুরূপী’। প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় আর শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত কোনও ছবি মুক্তি পায়নি গতবার দুর্গাপুজোতে। অনেক দর্শক দুর্গাপুজোতে প্রসেনজিত্‍ অভিনীত ছবি দেখার জন্যই অপেক্ষা করেন। এবার তাঁদের সাধ পূরণ হবে। ২০২৩-এ দুর্গাপুজোতে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রসেনজিত্‍ অভিনীত ‘দশম অবতার’ ব্লকবাস্টার হয়েছিল।