
সম্প্রতি একটা পডকাস্টে মাধবী মুখোপাধ্যায়কে কতটা ভালোবাসেন আর কতটা শ্রদ্ধা করেন সুপারস্টার প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, সে কথাই বলেছেন অভিনেতা। প্রসেনজিত্ বলেন, ”সম্প্রতি আমার কাছে একটা চিত্রনাট্য এসেছে। সেখানে একজন মায়ের চরিত্র এসেছেন। আমি সেটা দেখেই বললাম, মাধবী আন্টির সঙ্গে আর একটা কাজ করতে চাই। বয়সের কারণে এই মুহূর্তে মাধবী আন্টির পক্ষে কাজ করা সহজ নয়। কিন্তু তা-ও আমার মনে হল।”
‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবির কথা এদিন বলেন প্রসেনজিত্। ছ’ বছর বয়সে এই ছবিতে অভিনয় করেছিলেন। মাধবীর বয়স তখন ভীষণই কম। ছবিতে মায়ের চরিত্র করেছিলেন মাধবী। মাধবী মুখোপাধ্যায় এই ছবির সূত্র ধরেই প্রসেনজিতের মুখ থেকে প্রথম মা ডাক শুনেছিলেন। তাই প্রসেনজিত্ যেমন সেই ছবিটা নিয়ে আবেগপ্রবণ, তেমনই মাধবীও আবেগপ্রবণ। মাধবী নিজেও একটা সাক্ষাত্কারে বলেছেন, প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি একটা ছবি করতে চান।
প্রসেনজিত্ বলেন, ‘ছোট্ট জিজ্ঞাসা’ সেই সময়ে অনেক বড় হিট হয়েছিল। শুধু বাংলা থেকে নয়, বাংলার বাইরে থেকে প্রচুর প্রশংসা পেয়েছিলেন তিনি। তাঁর বাবা বিশ্বজিত্ চট্টোপাধ্যায়কে বিশু বলে ডাকতেন রাজ কাপুর। এই ছবিটা মুক্তির পর রাজ কাপুর ছবির স্বত্ব কিনতে চেয়েছিলেন। তবে শর্ত ছিল হিন্দি ছবিতেও যেন থাকে ছোট প্রসেনজিত্।
লক্ষণীয় নায়ক হওয়ার পর হিন্দিতে বেশ কিছু কাজ করেছেন টলিউডের সুপারস্টার। গত পাঁচ বছরে বলিউডের একাধিক প্রথম সারির প্রোজেক্টে দুর্দান্ত সব চরিত্র করছেন তিনি। জুলাই মাসে ‘মালিক’ ছবিতেও দেখা যাবে সুপারস্টারকে।