‘২৫ বছরে বিয়ে বদলেছে, কিন্তু ফোন নম্বর একই আছে’, বললেন প্রসেনজিত্‍

বলিউডে নিয়মিত কাজ করছেন সুপারস্টার প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। জুলাই মাসে 'মালিক' ছবিতে দেখা যাবে তাঁকে। বিভিন্ন কাজ, ব্যক্তিগত জীবন নিয়ে বলিউডে বেশ কয়েকটা সাক্ষাত্‍কার দিতে দেখা যাচ্ছে নায়ককে। এর মধ্যে একটা সাক্ষাত্‍কারে কেমন মানুষ তিনি, তা বোঝাতে একটা কথা বলেছেন প্রসেনজিত্‍।

২৫ বছরে বিয়ে বদলেছে, কিন্তু ফোন নম্বর একই আছে, বললেন প্রসেনজিত্‍

| Edited By: Bhaswati Ghosh

Jun 18, 2025 | 2:07 PM

বলিউডে নিয়মিত কাজ করছেন সুপারস্টার প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। জুলাই মাসে ‘মালিক’ ছবিতে দেখা যাবে তাঁকে। বিভিন্ন কাজ, ব্যক্তিগত জীবন নিয়ে বলিউডে বেশ কয়েকটা সাক্ষাত্‍কার দিতে দেখা যাচ্ছে নায়ককে। এর মধ্যে একটা সাক্ষাত্‍কারে কেমন মানুষ তিনি, তা বোঝাতে একটা কথা বলেছেন প্রসেনজিত্‍। তাঁর কথায়, ”২৫ বছরে দু’ বার আমার বিয়ে বদলেছে, কিন্তু ফোন নম্বরটা একই থেকে গিয়েছে।”

জনপ্রিয় অভিনেতা বিশ্বজিত্‍ চট্টোপাধ্যায়ের ছেলে তিনি। তবে আগেও বিভিন্ন সাক্ষাত্‍কারে প্রসেনজিত্‍ খোলসা করেছেন, যখন বোনের বিয়ে দিচ্ছিলেন, তখন এমন পরিস্থিতি ছিল যে বাবা উপস্থিত থাকতে পারেননি। সেই সময়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন। প্রসেনজিতের কথাতেই উঠে এল, তাঁর বোন পল্লবী চট্টোপাধ্যায়ের বিয়ের দিনে টলিউডের বড় তারকারা যে সকলে উপস্থিত ছিলেন এমন নয়। তবে সৌমিত্র চট্টোপাধ্যায় এসে দাঁড়িয়েছিলেন, তাঁদের পরিবারকে সমর্থন করার জন্য। টলিপাড়ায় যখন কাজ শুরু করেন, তখনও বেশ লড়াই করতে হয়েছিল নায়ককে। শুরুর দিনগুলোয় ঠিক সময়ে তাঁর খাওয়া হতো না। তখন স্টুডিয়োর বাইরে চায়ের দোকান ছিল একজনের। তিনি যে খাবার নিয়ে আসতেন, তার কিছুটা ভাগ করে নিতেন প্রসেনজিতের সঙ্গে। এমন সব দিন দেখেছেন বলেই, কখনও স্টারডাম তাঁর মাথায় ওঠেনি, সে কথাটাই বারংবার বলেন প্রসেনজিত্‍।

ফোন নম্বরটাও হয়তো একই রেখে দিয়েছেন সেই কারণে। লক্ষণীয় এত বড় তারকার পক্ষে ২৫ বছর ধরে ফোন নম্বর একই রাখার কাজটা সহজ নয়। তা-ও সেই জায়গা থেকে সরে যাননি টলিপাড়ার বুম্বা।