জন্মদিনে পূজারিণীকে ঘর ভর্তি ফুল পাঠালেন কে?
মডেলিং থেকে অভিনয়ে এসেছে পূজারিণী। গত বছর মুক্তি পেয়েছিল তাঁর ‘কৈফিয়ৎ’ নামে একটি ছবি। এছাড়াও অনেক কাজ রয়েছে তাঁর ঝুলিতে, পরিচালক অভিরূপ ঘোষের ‘ওঝা’ ওয়েব সিরিজ়েও কাজ করেছেন তিনি।

অভিনেত্রী পূজারিণী ঘোযের জন্মদিন ৬ এপ্রিল। আগে পার্টি লাইফ ইনজয় করলেও ইদানিং তাঁকে টলিপাড়ার সব পার্টিতে দেখা যায় না। ঘর ভর্তি ফুলের মাঝেই সাদা কেক কেটে উদযাপন করলেন নিজের জন্মদিন। সেই ছবি নেট মাধ্যমে প্রকাশ পেতেই শুভেচ্ছা বার্তায় ভরিয়েদিলেন তাঁর অনুরাগীরা। তবে এই বিষয়ে নায়িকাকে যোগাযোগ করে TV9 বাংলা প্রশ্ন করে, এই জন্মদিনটা কার সঙ্গে কাটাচ্ছেন তিনি? সঙ্গে প্রশ্ন এও ছিল– এত ফুল কি বিশেষ কোনও মানুষ পাঠিয়েছেন? এর উত্তরে মিষ্টি হেসে কথা ঘুরিয়ে দিলেন নায়িকা। বললেন, “প্রতিবছর বহু ফুলের তোড়া আসে তাঁর কাছে। এই বছরেও অনেক এসেছে, কে পাঠিয়েছে বলতে পারব না। তবে তাঁর ফুলের পছন্দ যে ভাল সেটা বলাই যায়।( হাসি)।” সত্যিই কি নায়িকা জানেন না কে ফুলে-ফুলে ঘর ভরিয়ে দিয়েছেন? নাকি বিষয়টা এড়িয়ে গেলেন, তা ভবিষ্যত বলবে। আপাতত তাঁকে টিভিনাইন এর তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা।
প্রসঙ্গত মডেলিং থেকে অভিনয়ে এসেছে পূজারিণী। গত বছর মুক্তি পেয়েছিল তাঁর ‘কৈফিয়ৎ’ নামে একটি ছবি। এছাড়াও অনেক কাজ রয়েছে তাঁর ঝুলিতে, পরিচালক অভিরূপ ঘোষের ‘ওঝা’ ওয়েব সিরিজ়েও কাজ করেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ‘অন্য রূপকথা’ এবং ‘আশমানি ভোর’ নামে দুটি ছবি।
টলিপাড়ায় বেশ কয়েক বছর রয়েছেন পূজারিণী। সিরিজ, সিনেমা, ধারাবাহিক থেকে নিজের প্রযোজনা সংস্থার হয়ে পরিচালনা করেন বিজ্ঞাপন। ‘জে এল ফিফটি’- হিন্দি ওয়েব সিরিজ়ে অভয় দেওলের সঙ্গে অভিনয় করেছেন পূজারিণী ঘোষ।





