সলমন খানের প্রাক্তন ভগ্নিপতি ফের বিয়ের পিঁড়িতে! পাত্রীও বলিউডের সুন্দরী নায়িকা। সদ্যই হয়ে গেল তাঁদের বাগদানের অনুষ্ঠান। শ্বেতা রোহিরাকে চেনেন? সলমনের সঙ্গে তাঁর রক্তের সম্পর্ক না থাকলেও তিনি সলমনের ‘রাখি বোন’। অর্থাৎ তাঁদের মধ্যে রয়েছে আত্মীয়তার সম্পর্ক। বোন আলভিরা অথবা অর্পিতার থেকে কোনও অংশে কম নন শ্বেতা। সেই শ্বেতাকেই বিয়ে করেছিলেন অভিনেতা পুলকিত শর্মা। দীর্ঘ প্রেমের পর বিয়ে করতেই তুমুল অশান্তি। এক বছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাঁদের। পুলকিতের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন শ্বেতা। এবার সেই পুলকিতই বাগদান সারলেন অভিনেত্রী কৃতি খারবান্দার সঙ্গে। ‘শাদি মে জরুর আনা’ ছবির মধ্যে দিয়ে যিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। সম্প্রতি পুলকিতের দিদি তাঁদের বাগদানের ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। নীল আনারকলি চুড়িদার পরেছিলেন কৃতি অন্যদিকে পুলকিত পরেছিলেন পঞ্জাবি-পাজামা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বাগদানও সারবেন তাঁরা।
প্রসঙ্গত, এর আগে পুলকিতের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুলেছিলেন শ্বেতা। এনেছিলেন পরকীয়ার অভিযোগও। শ্বেতার অভিযোগ ছিল, তাঁর যখন গর্ভপাত হয় সে সময় নাকি তাঁর পাশে পাননি পুলকিত। সহ অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গে তিনি তখন ব্যস্ত ছিলেন বিশেষ বন্ধুত্বের দাবি রাখতে। বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়, ২০১৬ নাগাদ সত্যিই পুলকিত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ইয়ামির সঙ্গে। যদিও সেই সম্পর্ক টেকেনি। এর পর ২০১৯ সালে এক ছবির দৌলতেই কৃতির সঙ্গে আলাপ তাঁর। সেখান থেকেই শুরু হয়েছিল প্রেম। সেই প্রেমই এবার এগোলো আরও এক ধাপ। বিয়ের পিঁড়িতে তাঁরা কবে বসেন, এখন সেটাই দেখার।