পুলকিত সম্রাটের রঙিন প্রেমজীবন। ছোটবেলার কত স্মৃতি প্রেম দিবসের বারবার ফিরে আসে তাঁর কাছে। ভ্যালেন্টইনস ডে-তে ধারে গিফট কিনে ফেঁসেও গিয়েছেন পুলকিত। মায়ের কাছে ধরাও পড়ে গিয়েছেন পুলকিত।
আরও পড়ুন চোখের নিচে কালি, হাতে কালশিটে! পোস্ট হল সোনম কাপুরের ছবি
তিনি যখন ক্লাস সেভেনে পড়ছেন, একটি মেয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন পুলকিত। দোকান থেকে প্রেমিকার জন্য গিফট কিনে বেজায় সমস্যায় পড়েন অভিনেতা।
সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পুলকিত বলেন, “ক্লাস সেভেন পড়বার সময়, আমার একটা প্রেমিকা ছিল। পকেট মানি বাঁচিয়ে প্রেমিকাকে ভ্যালেন্টাইন্স ডে-তে গিফট কিনে দিতাম। টাকাপয়সা কম পড়লে ধারেও গিফট কিনেছি এমনও হয়েছে।” এরপরই এক বড় সমস্যায় পড়েন পুলকিত।
তিনি বলেন, “একদিন ভাবলাম দোকানদারের সব টাকা মিটিয়ে দিই। দূর্ভাগ্যবশত, সেদিনই দোকানদার বাড়িতে এসে আমার মাকে সব ধারের কথা বলে দেয়। আমি যে-ই স্কুল থেকে বাড়ি ফিরে দেখি, মা আর দোকানদার পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি শপথ নিয়ে বলছি সেদিন প্রচুর জুতোপেটা খেয়েছিলাম।”
পুলকিতকে শেষ দেখা গিয়েছিল, বিজয় নামিবারের ছবি ‘তইশ’-এ। ছবিতে ছিলেন তাঁর রিয়েল লাইফ প্রেমিকা কৃতি খারবান্দা। ছবিতে ছিলেন জিম সর্ভ। তাঁর অভিনীত নতুন ছবি ‘হাতি মেরে সাথি’ রিলিজ করবে আগামী ২৬ মার্চ। ছবিতে অভিনয় করছন রানা ডাগ্গুবতী। তামিল, তেলগু ভাষাতেও রিলিজ হবে ছবি।