পাটনায় গ্র্যান্ড সেলিব্রেশন, ‘পুষ্পা ২’ ট্রেলার লঞ্চে এসে কী বললেন আল্লু অর্জুন?

Nov 18, 2024 | 10:01 AM

Allu Arjun: আল্লু অর্জুনের সোশ্যাল মিডিয়ার পাতা থেকে সেই খবর ছড়িয়ে পড়তেই স্বপ্নের নায়ককে কাছ থেকে দেখার লোভ সামলাতে পারলেন না অধিকাংশই। তাই নির্দিষ্ট সময়ের আগেই উপচে পড়া ভিড় জমতে শুরু করে এদিন বিহারের গান্ধী ময়দানে। হাজার-হাজার অনুরাগীদের সামাল দিতে মোতায়িত হয় বিপুল সংখ্যক পুলিশ।

পাটনায় গ্র্যান্ড সেলিব্রেশন, পুষ্পা ২ ট্রেলার লঞ্চে এসে কী বললেন আল্লু অর্জুন?

Follow Us

১৭ সেপ্টেম্বর সন্ধ্যা। আল্লু অর্জুন ভক্তদের কাছে উৎসব। বহু প্রতিক্ষীত ‘পুষ্পা ২’ ছবি মুক্তির আর মাত্র ১৭ দিন বাকি। অপেক্ষায় দিন গুনছেন সকলে। আর অনুরাগীদের সেই উত্তেজনাকে আরও ৪ গুন বাড়িয়ে তুলতে নয়া উদ্যোগ নিয়েছিলেন পর্দার পুষ্পা। ছবির ট্রেলার লঞ্চে চমক লাগালেন দক্ষিণী সুপারস্টার। ২ দিন আগেই দিয়েছিলেন সুখবর। রবিবার সন্ধ্যায় ‘পুষ্পা ২’ ছবির ট্রেলার লঞ্চে তিনি উপস্থিত থাকবেন বিহারের গান্ধী ময়দানে। আল্লু অর্জুনের সোশ্যাল মিডিয়ার পাতা থেকে সেই খবর ছড়িয়ে পড়তেই স্বপ্নের নায়ককে কাছ থেকে দেখার লোভ সামলাতে পারলেন না অধিকাংশই। তাই নির্দিষ্ট সময়ের আগেই উপচে পড়া ভিড় জমতে শুরু করে এদিন বিহারের গান্ধী ময়দানে। হাজার-হাজার অনুরাগীদের সামাল দিতে মোতায়িত হয় বিপুল সংখ্যক পুলিশ। আর সূর্য পশ্চিমে অস্ত যেতেই ময়দানে পুষ্পা রাজ। এদিন যথা সময় ছবির নায়িকা রশ্মিকা মন্দানাকে নিয়ে উপস্থিত হন আল্লু অর্জুন। মুহূর্তে সেলিব্রেশন শুরু। হুল্লোরে ফেটে পড়লেন সকলে।  প্রায় বেসামাল পরিস্থিতিতে পুলিশ। তারই মাঝে কথা বলে উঠলেন আল্লু। মঞ্চে উঠে হিন্দি ও ইংরেজি দুই ভাষাতেই কথা বলেন তিনি।

অনুরাগীদের উদ্দেশে আল্লু বললেন, “নমস্কার। বিহারের পবিত্র মাটিকে আমার শত-শত প্রণাম। প্রথমবার বিহারে এলাম। আপনাদের স্বাগত ও ভালবাসার জন্য ধন্যবাদ। পুষ্পা কোনওদিন মাথা নত করে না। তবে আজ প্রথমবার আপনাদের ভালবাসার সামনে মাথা নত করল। ধন্যবাদ পাটনা। আপনারা সকলে কেমন আছেন? পুষ্পাকে ফুল ভেবেছেন কি? ফুল নই, এবার বন্য আগুন আমি। আমার হিন্দি একটু ভুল হয়। ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।”

এখানেই শেষ নয়, তিনি অনুরাগীদের উদ্দেশে আরও বলেন, “আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, পুষ্পাকে এই পর্যায় ভালবাসা দেখানোর জন্যে। আপনাদের ভালবাসাই পুষ্পা ২-কে গত দুই বছরের সব থেকে বেশি চর্চিত ছবি করে তুলেছে। আমার বলা ধন্যবাদ আপনাদের ভালবাসার কাছে মোটেও যথেষ্ট নয়। স্থানীয় পুলিশ, আয়োজক এবং আমার ভক্তদের সত্যি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই।”

প্রসঙ্গত, এদিন আল্লুর অনুষ্ঠান চলাকালিনই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়ে যায় ‘পুষ্পা ২’ ছবির ট্রেলার। ২ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের এই ট্রেলার এখন নেটপাড়ায় ট্রেন্ডিং। পাশাপাশি ভাইরাল বিহারের বিভিন্ন মুহূর্তের ভিডিয়ো। সে বিমানবন্দরে আল্লুর পৌঁছে যাওয়ার হোক কিংবা মঞ্চে দাঁড়িয়ে সংলাপ বলা, নেটপাড়া এখন পুষ্পা জ্বরে কাবু। ফলে বোঝাই যাচ্ছে আল্লুর এই আগামী ছবি তাঁর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হতে চলেছে।

Next Article