
প্রজাতন্ত্র দিবসের আগেই ঘোষিত হয়েছে পদ্মশ্রী প্রাপকদের নাম। এ বছর পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাচ্ছেন ১৩১ জন । অভিনয় জীবনে অসাধারণ অবদানের জন্য প্রতি বছরের মত এই বছরও ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন কিছু শিল্পী। সেই তালিকায় রয়েছে বলিউড এবং দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা আর মাধবনের নাম।
খবরটি পেয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুভূতি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন মাধবন। তিনি লিখেছেন, “এই সম্মান পেয়ে আমি সত্যিই অভিভূত। আমি স্বপ্নেও এই পুরষ্কার পাব ভাবিনি। আমি এই সম্মান আমার পরিবার, শিক্ষক, দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য উৎসর্গ করছি।”
তিনি আরও বলেছেন, “পদ্মশ্রী শুধু একটি পুরস্কার নয়, এটি আমার জন্য একটি বড় দায়িত্বও। আমি চেষ্টা করব এই সম্মানকে যথাযথভাবে পালন করতে এবং সমাজের জন্য কিছু করতে।” ১৯৯০-এর দশকের শুরুর দিকে হিন্দি ধারাবাহিক ‘বানেগি আপনি বাত’ (Banegi Apni Baat), ‘সি হকস’ (Sea Hawks)-এ অভিনয়ের মাধ্যমে তিনি তাঁর অভিনয় জীবন শুরু করেন।
২০০০ সালে মণি রত্নমের ‘আলাইপায়ুথে’ (Alaipayuthey) নামক তামিল চলচ্চিত্রের হাত ধরে প্রধান চরিত্রে আত্মপ্রকাশ করেন অভিনেতা। ২০০১ সালে ‘রহেনা হ্যায় তেরে দিল মে’ (Rehnaa Hai Terre Dil Mein)ছবির হাত ধরে বলিউডে পা রাখেন। এরপর ‘থ্রি ইডিয়টস’, ‘বিক্রম বেদা’ এবং ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’ এর মতো একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি ধুরন্ধর ছবিতে তাঁর অভিনয়ের বেশ প্রশংসা করেছেন দর্শকরা। তিনি চারবার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ (Filmfare Awards South) এবং তিনটি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
মাধবনের এই সাফল্যে বেশ খুশি তাঁর ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই মিলবে সেই প্রমাণ। ভক্তরা মাধবনের পোস্টের কমেন্ট বক্স শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।