
কাশ্মীরের বৈসরন উপত্যকায় ২২ এপ্রিল ঘটে যাওয়া জঙ্গি হামলায় অঘোরে প্রাণ হারিয়েছেন ২৬। ভয়াবহ এই হামলায় ধর্মীয় পরিচয় যাচাই করে নির্দয়ভাবে গুলি চালানো হয়। এমন বিভৎস ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। সাধারণ মানুষ থেকে তারকা— সকলেই এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা করছেন।
এই কঠিন সময়ে সিনেজগতের একাংশ সিদ্ধান্ত নিয়েছে, সিনেমা সংক্রান্ত সমস্ত প্রচার— যেমন টিজার, ট্রেলার লঞ্চ, ব্র্যান্ড উদ্বোধন বা অ্যাওয়ার্ড অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হবে। এভাবেই তাঁরা নিহতদের প্রতি শ্রদ্ধা এবং শোক প্রকাশ করছেন। এই মানবিক উদ্যোগে সামিল বলিউড অভিনেতা আর. মাধবন। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে মাধবন লিখেছেন, “ভয়ঙ্কর! হতবাক! গভীরভাবে শোকহত। হৃদয়বিদারক। রাগ, ক্রোধ, প্রতিশোধ… উদাহরণ তৈরি করুন, এই কাপুরুষ অপরাধীদের শেষ করুন।”
তিনি ওই পোস্টে ইন্ডাস্ট্রির সমস্ত বিনোদনমূলক কাজ বন্ধ রাখার প্রস্তাবকেও সমর্থন করেন। পোস্টটিতে লেখা— “বর্তমান পরিস্থিতি বিচার করে বেশ কয়েকটি সিনেমার প্রচার, ব্র্যান্ড লঞ্চ এবং এক বড় অ্যাওয়ার্ড শো বাতিল করা হয়েছে। আমাদের চলচ্চিত্র জগতও এই দুঃসময়ে দেশবাসীর শোক ও যন্ত্রণার অংশীদার।”
এরপরই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ সকলে। সকলেই একবাক্যে এই পদক্ষেপকে সমর্থন করছেন। পাশে দাঁড়াচ্ছেন এই কঠিন পরিস্থিতিতে। একযোগে প্রতিবাদ করছেন সকলেই।