মহাকুম্ভে ‘দিদি নম্বর ওয়ান’, পুণ্যস্নানে কী উপলব্ধি রচনার?

Rachna Banerjee: সংসদের অধিবেশনে যোগ দিতে দিল্লি গিয়েছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেই ফাঁকেই ঘুরে এসেছেন প্রয়াগরাজ। সোমবার সুযোগ পেয়ে সেরেছেন ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান।

মহাকুম্ভে 'দিদি নম্বর ওয়ান', পুণ্যস্নানে কী উপলব্ধি রচনার?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2025 | 7:36 PM

এবার মহাকুম্ভে পুণ্যস্নান করলেন সাংসদ-অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। প্রয়াগরাজ থেকে একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করলেন রচনা। আর লিখলেন তাঁর উপলব্ধির কথা।

সংসদের অধিবেশনে যোগ দিতে দিল্লি গিয়েছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেই ফাঁকেই ঘুরে এসেছেন প্রয়াগরাজ। সোমবার সুযোগ পেয়ে সেরেছেন ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান। ইনস্টাগ্রামে রচনা যে ছবি শেয়ার করেছেন, সেখানে দেখা গিয়েছে গেরুয়া বসন পরে রয়েছেন রচনা। তবে তিনি একা নন, রচনার সঙ্গে রয়েছে বেশ কয়েকজন। সেই ছবিও ইনস্টা স্টোরিতে দিয়েছেন তিনি।

এই খবরটিও পড়ুন

পুণ্যস্নানের ছবি শেয়ার করে রচনা লিখলেন, ” সত্যিই ভাগ্যবান। এটা সারাজীবনের একটা অভিজ্ঞতা। আমি ধন্য।”

রচনা ছাড়াও এর আগে বাংলা থেকে প্রয়াগরাজ গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শ্রীমা। তবে ত্রিবেণী তাঁর স্নান করার সুযোগ ঘটেনি। তিনি জানিয়ে ছিলেন, প্ল্যান ছিল ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করার। তবে হঠাৎই জানতে পারি, পদপিষ্টের ঘটনা। আমরা তাই আর ঝুঁকি নিতে চাইনি। বুঝতে পেরেছিলাম, নিরাপত্তা আরও কঠোর হবে। তাই সঙ্গমের বিপরীতে আড়িল ঘাটে ভোরবেলা পুণ্যস্নান করি। তারপর সোমেশ্বর বাবার মন্দিরে যাই। অদ্ভুত একটা উপলদ্ধি।

সাংসদ ও বলিউড অভিনেত্রী হেমা মালিনীও সেরেছেন মহাকুম্ভের স্নান। তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন বাবা রামদেব।