সুখবরটা সকলের আড়ালেই রেখেছিলেন নায়িকা। তার পর রেড কার্পেটে প্রথম প্রকাশ্য়ে নিয়ে আসেন সেই খবর। যে তিনি সন্তান সম্ভবা। আবারও এক নতুন চমক নিয়ে এলেন নায়িকা। কথা হচ্ছে অভিনেত্রী রাধিকা আপ্তের। সন্তান সম্ভবা হওয়ার খবর শোনা গেলেও তাঁর সন্তান জন্মানোর খবর কাউকে জানাননি অভিনেত্রী। অবশেষে সুখবর দিলেন। তাও একেবারে অন্য ভাবে।একটি ছবি পোস্ট করেছেন তিনি যেখানে দেখা যাচ্ছে বাড়িতে বসে ল্যাপটপে কাজ করছেন নায়িকা।
আর কোলে রয়েছে নায়িকার একরত্তি। কাজ করতে করতেই সন্তানকে স্তন্যপান করাচ্ছেন রাধিকা। কিন্তু সকলের মনে প্রশ্ন নায়িকার ছেলে হয়েছে নাকি মেয়ে? ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “জন্মের এক সপ্তাহ পর আমার প্রথম ওয়ার্ক মিটিং। খুদেকে স্তন্যপান করাতে করাতে।” সেই সঙ্গে লিখেও দিয়েছেন আমার মেয়ে। অর্থাত্ কন্যা সন্তানের মা হয়েছেন রাধিকা।
উল্লেখ্য, মা হওয়ার খবরও এরকমই নাটকীয়ভাবে দিয়েছিলেন রাধিকা আপ্তে। অক্টোবরে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে আচমকাই হাজির হন বেবিবাম্প নিয়ে। তখনই জানা যায়, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী ও তাঁর স্বামী। ২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে একত্রবাস শুরু করেন রাধিকা। পরের বছর জানা যায়, আইনি বিয়ে সেরেছেন তাঁরা। আর বিয়ের ১২ বছর পর কোলে এল তাঁদের প্রথম সন্তান। শেষ রাধিকা আপ্তেকে সম্প্রতি শ্রীরাম রাঘবন পরিচালিত এবং ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি অভিনীত মেরি ক্রিসমাস-এ একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে।