ওটিটিতে কাজ করলে কি বেশি সুবিধা পান? উত্তরে রাধিকা বললেন…

ওয়েব প্ল্যাটফর্মের কাজও সমান ভাবে এনজয় করছেন রাধিকা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ওয়েব নিয়ে নিজস্ব মতামত জানালেন অভিনেত্রী।

ওটিটিতে কাজ করলে কি বেশি সুবিধা পান? উত্তরে রাধিকা বললেন...
রাধিকা আপ্তে।
Follow Us:
| Updated on: Apr 24, 2021 | 2:20 PM

রাধিকা আপ্তে (Radhika Apte)। ছক ভাঙা সৌন্দর্য এবং সাবলীল অভিনয়। এই দুইয়ের মিশেলে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। বড়পর্দায় ‘প্যাডম্যান’ বা ‘অন্ধাধুন’-এর মতো চিত্রনাট্য বেছে নিয়েছেন। যে কোনও ভাষার ছবিতেই চিত্রনাট্য তাঁর কাছে একমাত্র বিবেচ্য হয়ে উঠেছে। এখন ওটিটির রমরমা। ওয়েব প্ল্যাটফর্মের কাজও সমান ভাবে এনজয় করছেন রাধিকা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ওয়েব নিয়ে নিজস্ব মতামত জানালেন অভিনেত্রী।

রাধিকার কথায়, “ওয়েব এখন সবথেকে বেশি জনপ্রিয়। যখন থেকে আমি ওয়েবে কাজ করতে শুরু করি, এত কিছু ভাবিনি। শুধু দেখেছি, যে অফার পাচ্ছি, সেগুলো এনজয় করতে পারছি কি না। কোন প্ল্যাটফর্ম বা কোন ভাষা সেটা নিয়ে ভাবিনি কখনও। বিষয়টাতে গুরুত্ব দিয়েছি।”

আরও পড়ুন, ফতিমা সানা শেখের এই শাড়ির দাম জানলে অবাক হবেন!

রাধিকাকে প্রশ্ন করা হয়, যেহেতু অনেক দিন আগে থেকেই তিনি ওয়েব প্ল্যাটফর্মে কাজ করছেন, এখন কি মনে হয়, তিনি এ বিষয়ে অন্যদের তুলনায় কিছু বেশি সুযোগ-সুবিধা পেয়েছেন? এই প্রশ্ন একেবারে নস্যাৎ করে দিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, “বড়পর্দা এবং ওয়েব, দুটো জায়গাতেই অভিনেতারা সমান সুযোগ পান। দর্শক সব সময় ভাল কনটেন্ট বেছে নেন। ফলে কনটেন্ট ভাল হলে দর্শক দেখবেন। ভাল না হলে, যত বড় স্টারই হোক না কেন, দর্শক দেখবেন না।”

দেশের সিনেমা হল গুলির অবস্থা কতটা খারাপ, করোনা পরিস্থিতি তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। করোনা আতঙ্কে বহু শুটিংও বন্ধ। এই পরিস্থিতিতে অভিনেতারা অনেক সময় বাড়ি থেকেও ওটিটির জন্য শুটিং করছেন। তাই ওটিটি ভবিষ্যৎ যাঁরা বলেন, তাঁদের বক্তব্যকে অনেকটাই সমর্থন করেছেন রাধিকা। কিন্তু তিনি মনে করেন, যে কোনও মিডিয়ামে কনটেন্টই শেষ কথা বলবে।