‘লভ অন দ্য গ্যাঞ্জেজ’। অর্থাৎ গঙ্গাবক্ষে ভালবাসা। এটাই ছবির ক্যাপশনে লিখেছেন রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) এবং তাঁর বেশ কয়েকটি ছবি কোলাজ করে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। দম্পতির গঙ্গাবঙ্গে ভালবাসার ছবি অনুরাগীদের পছন্দের তালিকার শীর্ষে।
ক্যালেন্ডার মেনে ভালবাসার সপ্তাহ চলছে। সামনেই ভ্যালেন্টাইস ডে। সে কারণেই কি ভালবাসায় জড়ানো এই পোস্ট? হাসতে হাসতে মিথিলা শেয়ার করলেন, “বন্ধুরা মিলে বেড়াতে গিয়েছিলাম। ছুটির দিনে গঙ্গায় ঘুরতে ঘুরতে একদিকে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর দেখতে পাচ্ছিলাম। হাওড়া ব্রিজের নীচ দিয়ে যেতে খুব ভাল লেগেছে। আয়রা সেদিন সঙ্গে ছিল না। ও বন্ধুর জন্মদিনে গিয়েছিল। বড়দের সঙ্গে বোট রাইডে সেদিন যেতে চাইল না।”
তাহলে কি মেয়েকে ছাড়া ডেট? প্রশ্নের উত্তরে একরাশ হাসি উপহার দিলেন মিথিলা। ভ্যালেন্টাইস ডে আদৌ কি সেলিব্রেট করেন মিথিলা? “স্কুল, কলেজে পড়ার সময়ই সেলিব্রেট করেছি। তাও খুব কম। বাংলাদেশে ভ্যালেন্টাইস ডে-র নাটক থাকত টেলিভিশনে। এ বছরই প্রথম আমার কোনও কাজ যায়নি” বললেন মিথিলা।
তবে চলতি বছরের ভ্যালেন্টাইস ডে সৃজিত-মিথিলার কাছে অন্যরকম হতে চলেছে। অন্তত তেমনটাই দাবি করলেন মিথিলা স্বয়ং। কারণ তিনি জানালেন, আগামী ১৪ ফেব্রুয়ারি বাংলাদেেশে কাটাবেন দম্পতি। সৃজিতের জন্য বিশেষ কোনও উপহারের ভাবনা রয়েছে? মিথিলার উত্তর, “গিফট আলাদা করে দেওয়ার কিছু নেই। এমনি তো দেওয়া চলতেই থাকে। আর আমার তো মনে হয়, ভালবাসার মানুষটার সঙ্গে থাকলে প্রতিদিনই ভ্যালেন্টাইস ডে।”
আরও পড়ুন, মিথিলা এবার ‘রাজনীতিবিদ’, কিন্তু কোথায়?