প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে কী উপহার দিলেন রাহুল-প্রীতি?
গত ১০ ফেব্রুয়ারি রাহুল-প্রীতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন তাঁদের পরিবার, আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা। লাল লেহেঙ্গায় সেজেছিলেন প্রীতি। রাহুলের পরনে ছিল সাদা ব্লেজার।
কখনও ঝগড়া, কখনও অভিমান, কখনও বা আদর…। ঠিক এভাবেই একটা বছর কাটিয়ে ফেললেন তাঁরা। অর্থাৎ রাহুল মজুমদার (Rahul Mazumdar) এবং প্রীতি বিশ্বাস (Prity Biswas)। সদ্য প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করলেন এই জুটি। এক বছর পর এতটুকুও বদল হয়নি তাঁদের, অন্তত এমনটাই দাবি দম্পতির।
গত ১০ ফেব্রুয়ারি রাহুল-প্রীতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন তাঁদের পরিবার, আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা। লাল লেহেঙ্গায় সেজেছিলেন প্রীতি। রাহুলের পরনে ছিল সাদা ব্লেজার। কেক কেটে একে অপরকে খাইয়ে সেলিব্রেট করলেন তাঁরা।
View this post on Instagram
বিবাহিত জীবনের এক বছর কাটিয়ে এসে কী মনে হচ্ছে? প্রীতি হেসে বললেন, “বছরটা এমন ভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, বিয়ে হয়ে গিয়েছে। রাতে ঘুমনোর সময় মাকে যখন পাই না, তখন ফিল করি। বাকিটা নর্মাল লাইফ। আমার আর রাহুলের কোনও পরিবর্তন হয়নি। পরিবারকে ছেড়ে তো থাকিনি কখনও। মা, দাদা আমার স্তম্ভ। ওদের ছেড়ে থাকাটা কষ্টকর।”
রাহুল কিন্তু প্রীতির পরিবর্তন বুঝতে পারছেন। তাঁর কথায়, “প্রীতির বদল যা হয়েছে, সবই পজিটিভ। বুঝতে শিখেছে অনেক। আন্ডারস্ট্যান্ডিং বেড়েছে আমাদের। ঝগড়া কম হয়। তবে ওর মতো আমিও বুঝতেই পারলাম না, একটা বছর কীভাবে কেটে গেল।”
আরও পড়ুন, কমেডির ইমেজ থেকে বেরতে চেয়েছিলাম, বলিউড সেই সুযোগ দিল: অরিত্র
প্রথম বিবাহবার্ষিকীতে রাহুলকে একটি আইফোন উপহার দিয়েছেন প্রীতি। আর স্ত্রীকে হিরের ব্যাঙ্গেল উপহার দিয়েছেন রাহুল। এই মুহূর্তে ভাগ্যলক্ষ্মী ধারাবাহিক নিয়ে ব্যস্ত তিনি।
অন্যদিকে সদ্য শেষ হয়েছে প্রীতির শেষ ধারাবাহিক ‘সৌদামিনির সংসার’। আপাতত কয়েকদিন বিরতি নিয়ে ফের কাজে ফিরতে চান তিনি। এই মুহূর্তে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলেও রাহুলের ব্যস্ততার কারণে এখনই সম্ভব হবে না বলেই জানালেন অভিনেত্রী।