‘দেশে আগে…’, কোথা থেকে আসা ৫০ লক্ষ টাকার প্রস্তাব ফেরালেন রাহুল?

তাঁকে ৫০ লাখ টাকা পারিশ্রমিকের প্রস্তাবও দেওয়া হয়। তবে দেশবিরোধী অবস্থানের কারণে সেই প্রস্তাব ফেরালেন গায়ক। তুরস্ক বর্তমানে পাকিস্তানের পক্ষ নেওয়ায় ভারতীর শিল্পীমহল মুখ ফিরিয়েছে সেই দেশ থেকে। প্রতিবাদে তিনিও হলেন সামিল।

দেশে আগে..., কোথা থেকে আসা ৫০ লক্ষ টাকার প্রস্তাব ফেরালেন রাহুল?

| Edited By: জয়িতা চন্দ্র

May 20, 2025 | 4:26 PM

গায়ক রাহুল বৈদ্য এবার চর্চার কেন্দ্রে। কী এমন করলেন ইন্ডিয়ান আইডল খ্যাত স্টার? ভারত-পাক অশান্ত পরিস্থিতিতে এক সিদ্ধান্তেই নজির গড়লেন তিনি। তুরস্কের আন্তালিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল তাঁর। যার জন্য তাঁকে ৫০ লাখ টাকা পারিশ্রমিকের প্রস্তাবও দেওয়া হয়। তবে দেশবিরোধী অবস্থানের কারণে সেই প্রস্তাব ফেরালেন গায়ক। তুরস্ক বর্তমানে পাকিস্তানের পক্ষ নেওয়ায় ভারতীর শিল্পীমহল মুখ ফিরিয়েছে সেই দেশ থেকে। প্রতিবাদে তিনিও হলেন সামিল।

রাহুল বৈদ্য এক সাক্ষাৎকারে বলেন, “প্রস্তাবটা টাকার দিক থেকে বেশ উল্লেখযোগ্য ছিল। ওরা আমাকে আরও বেশি টাকাও দিতে রাজি ছিলেন। কিন্তু আমি স্পষ্ট করে দিই—কোনও কাজ, অর্থ কিংবা খ্যাতি—দেশের স্বার্থের চেয়ে বড় হতে পারে না। এটা ব্যক্তিগত কোনও সিদ্ধান্ত নয়, এটা দেশের ব্যাপার। আমাদের এর পক্ষে দাঁড়াতেই হবে।”

বর্তমান ভারত-পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতিতে তুরস্কের অবস্থানের বিরুদ্ধেই রাহুল এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমি এমন কোনও দেশে যেতে রাজি নই, যারা ভারতের বিরোধিতা করে বা আমাদের অসম্মান করে। আমি আজ যা কিছু, আমার দেশ এবং দেশের মানুষের জন্যই। তাই যারা আমার দেশের স্বার্থবিরোধী, তাদের সঙ্গে আমি কোনওভাবেই যুক্ত হব না।”

রাহুল বৈদ্যের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই অনেকের প্রশংসা কুড়িয়েছে। অভিনেত্রী রূপালি গাঙ্গুলী সম্প্রতি তুরস্ক বয়কটের আহ্বান জানিয়ে লেখেন: “আমার অনুরোধ, দয়া করে তুরস্কের বুকিং বাতিল করুন। একজন ভারতীয় হিসেবে এটা আমাদের ন্যূনতম দায়িত্ব।”

এছাড়াও, অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) তুরস্কে সব ধরনের শুটিং ও সাংস্কৃতিক সহযোগিতা নিষিদ্ধ ঘোষণা করেছে। সংগঠনের বিবৃতিতে জানানো হয়, “ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ আমাদের কাছে সবার আগে। তাই তুরস্কে কোনও শুটিং বা সাংস্কৃতিক মেলবন্ধনের অনুমতি দেওয়া হবে না।”