২০২০ ছিল এক মন খারাপের বছর। অনেক না পাওয়ার বছর। শেষ দিনটায় দুঃখ ভুলে ২০২১কে স্বাগত জানাতে আনন্দে মেতেছিলেন সকলে। বাদ যাননি সেলেবরাও। ইয়ার এন্ড পার্টির আয়োজন করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। দম্পতির বাড়িতে রাত পার্টি নয়। বরং ব্রাঞ্চে উপস্থিত ছিলেন অতিথিরা।
হাউজ পার্টিতে উপস্থিত ছিলেন রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ বন্ধুরা। সৃজিত-মিথিলা, সস্ত্রীক রাজা চন্দ, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, সস্ত্রীক অরিজিৎ দত্তর মতো ইন্ডাস্ট্রির ইনসাইডারা তো ছিলেনই। একই সঙ্গে দম্পতির পরিবারের সদস্যরাও হাজির ছিলেন গতকালের ব্রাঞ্চে।
আরও পড়ুন, নতুন লুকে রাধিকা! হঠাৎ এই বেশ বদল কেন?
তবে বছর শেষের পার্টিতে লাইমলাইট কেড়ে নিয়েছিল রাজ-শুভশ্রীর ছেলে ইউভান। ফুলহাতা সোয়েটার, ফুল প্যান্ট, মোজা পরে একেবারে পার্টির লুকে সেজেছিল সে। আরও এক সেলেব সন্তান অর্থাৎ আইরার উপরেও ছিল লাইমলাইট। সৃজিত-মিথিলার সঙ্গে আইরাও গিয়েছিল বছর শেষের পার্টিতে।
গতকালের পার্টির হোস্টদের সঙ্গে একটি গ্রুপ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিথিলা। তিনি ক্যাপশনে লেখেন, ‘বছর শেষের দারুণ এই গেট টুগেদারের জন্য শুভশ্রী আর রাজকে ধন্যবাদ। ইউভানের সঙ্গে দেখা করে দারুণ লাগল।’
করোনা আতঙ্ক এখনও রয়েছে। তবে ২০২০-র না পাওয়াকে ভুলে ফের নতুন করে জীবন দেখতে চাইছেন সকলে।
আরও পড়ুন, সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে চান, স্পষ্ট করলেন অনুষ্কা