নতুন লুকে রাধিকা! হঠাৎ এই বেশ বদল কেন?
‘কী করে বলব তোমায়’ কিছুদিন আগেই এক বছরের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে। তখনই স্বস্তিকা আভাস দিয়েছিলেন, দর্শকদের জন্য মোড় ঘোরানো গল্প আসতে চলেছে।
সাদা শাড়ি। গ্রে বর্ডার। চোখে কালো ফ্রেমের চশমা। মাথায় নার্সদের মতো টুপি। চিনতে পারছেন? ঠিকই ধরেছেন, আপনাদের প্রিয় রাধিকা। ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের রাধিকা। অর্থাৎ স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। কিন্তু এ তো তাঁর নতুন বেশ! হঠাৎ লুক পরিবর্তন?
প্রশ্ন করতেই একটু রহস্য করে উত্তর দিলেন স্বস্তিকা। তাঁর কথায়, “এর নাম রোজি। আমার কেরিয়ারগ্রাফে একটা নতুন চরিত্র। একদম অন্য লুক। ভিন্ন উচ্চারণে কথা বলে। রাধিকা আউট অব দ্য বক্স গিয়ে এই চরিত্রে অভিনয় করেছে। বলতে পারেন নিজের সংসার বাঁচাতে রাধিকার অন্য বেশ।”
View this post on Instagram
রোজি ‘কী করে বলব তোমায়’-তে কী কী করবেন, তা নাকি ক্রমশ প্রকাশ্য। তবে হঠাৎ করেই এই নতুন লুকে অভিনয় খুব একটা সহজ ছিল না। স্বস্তিকা শেয়ার করলেন, “আট ন’মাস ধরে ২৫০ টা এপিসোড ধরে একটা ক্যারেক্টারে ছিলাম। এই নতুন লুক সেটের পর তিনদিন সময় দেওয়া হয়েছিল। যাঁরা লিখেছেন, তাঁরা তো খুবই সাহায্য করেছেন। কিন্তু আমার পরিচালক অর্থাৎ অয়নদার সাহায্য ছাড়া দু’দিনের মধ্যে নতুন উচ্চারণ শিখে নেওয়া কঠিন ছিল।”
আরও পড়ুন, তৃতীয় লিঙ্গের মানুষদের ‘ফিরকি’তে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে: আর্যা
‘কী করে বলব তোমায়’ কিছুদিন আগেই এক বছরের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে। তখনই স্বস্তিকা আভাস দিয়েছিলেন, দর্শকদের জন্য মোড় ঘোরানো গল্প আসতে চলেছে। রোজির আগমন হয়তো সেই চমকেরই সূত্রপাত!