স্কুলে গেল ইয়ালিনি, মুহূর্ত ফ্রেমবন্দি করলেন রাজ-শুভশ্রী

সম্প্রতি বিদেশে একটা ফেস্টিভ্যালে গিয়েছিলেন দম্পতি। সেখানে গিয়ে ইউভানের সঙ্গে কী-কী মুহূর্ত কাটাচ্ছিলেন রাজ-শুভশ্রী, সেসব ভাগ করে নিচ্ছিলেন সোশ্যাল মিডিয়াতে। তাই দেখে এক অনুরাগী মন্তব্য করেছিলেন, ''আপনাদের ছেলে-মেয়ের বিভিন্ন মুহূর্তের ছবি দেখলে মন ভালো হয়ে যায়। ইয়ালিনির জীবনের কিছু মুহূর্তের ছবি পোস্ট করুন।'' অনুরাগীদের মনের ইচ্ছা পড়ে নিয়েই, মেয়ের প্রথম স্কুলে যাওয়ার বিষয়টা জনসমক্ষে আনলেন পরিচালক-নায়িকা।

স্কুলে গেল ইয়ালিনি, মুহূর্ত ফ্রেমবন্দি করলেন রাজ-শুভশ্রী

| Edited By: Bhaswati Ghosh

May 05, 2025 | 1:08 PM

প্রথমবার স্কুলে গেল পরিচালক রাজ চক্রবর্তী আর নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইয়ালিনি। বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাওয়ার প্রথম মুহূর্তের একটা ভিডিয়ো করেছেন রাজ চক্রবর্তী। সেখানে রাজের গলার আওয়াজে বোঝা যায়, মেয়ে প্রথম স্কুলে যাচ্ছে, সেই মুহূর্তটা দারুণ উপভোগ করছেন তিনি। এদিন হোয়াইট টি-শার্ট পরেছিলেন নায়িকা। তিনিই কোলে নিয়েছিলেন ইয়ালিনিকে। স্কুলে গিয়ে যে অ্যাক্টিভিটি করতে হয়, সেটাও মেয়ের সঙ্গে করেছেন শুভশ্রী। তাঁদের ছেলে ইউভান এখন কিছুটা বড় হয়েছে। সম্প্রতি বিদেশে একটা ফেস্টিভ্যালে গিয়েছিলেন দম্পতি। সেখানে গিয়ে ইউভানের সঙ্গে কী-কী মুহূর্ত কাটাচ্ছিলেন রাজ-শুভশ্রী, সেসব ভাগ করে নিচ্ছিলেন সোশ্যাল মিডিয়াতে। তাই দেখে এক অনুরাগী মন্তব্য করেছিলেন, ”আপনাদের ছেলে-মেয়ের বিভিন্ন মুহূর্তের ছবি দেখলে মন ভালো হয়ে যায়। ইয়ালিনির জীবনের কিছু মুহূর্তের ছবি পোস্ট করুন।” অনুরাগীদের মনের ইচ্ছা পড়ে নিয়েই, মেয়ের প্রথম স্কুলে যাওয়ার বিষয়টা জনসমক্ষে আনলেন পরিচালক-নায়িকা।

লক্ষণীয়, এই মুহূর্তে দু’ জনের কর্মব্যস্ততা তুঙ্গে। ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় শুভশ্রীর নতুন ছবি মুক্তি পাবে জুন মাসে। সেই ছবিতে জীতু কমল, রুদ্রনীল ঘোষের সঙ্গে দেখা যাবে শুভশ্রীকে। গত বছর রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘সন্তান’ ছবিতে কাজ করেছেন শুভশ্রী। মিঠুন চক্রবর্তীর সেই ছবি বক্স অফিসে বাজিমাত করেছে। এই ছবির পর রাজ কোন ছবি পরিচালনা করবেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। পাশাপাশি রাজের হিন্দি প্রোজেক্টের কাজ নিয়ে ব্যস্ত পরিচালক। রাজ-শুভশ্রী আবার জুটি বেঁধে কবে বড়পর্দায় আসবেন, তা-ও জানতে চান অনুরাগীরা। এসব কিছুর মধ্যেই তাঁদের পেরেন্টিংয়ের নানা মুহূর্ত নিয়ে আপ্লুত অনেকে।