
বুধবার রাতে (১৬ এপ্রিল) দমদম বিমানবন্দরে দেখা মিলল পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের। তাঁদের সঙ্গে ছিল ইউভান। গাড়ি থেকে ইউভানকে কোলে করে নিয়ে নামতে দেখা যায় রাজকে। আর অন্যদিকের দরজা দিয়ে নামেন শুভশ্রী। দু’জনেই এদিন পরেছিলেন কালো টি-শার্ট আর প্যান্টে। উদ্দেশ লস এঞ্জেলস। নিজের দুই ছবি নিয়ে এবার বিদেশ যাত্রায় জুটি। যথারীতি জুটির যাত্রার খবর পেয়ে বিমানবন্দরে হাজির হয়ে যায় পাপারাৎজিরা। তাঁদের রাজ বললেন, “আমরা লস অ্যাঞ্জেলেস যাচ্ছি। সেখানে ফিল্ম ফেস্টিভ্যালে আমার দু’টি ছবি, ‘বাবলি’ আর ‘সন্তান’ দেখানো হবে ১৯ এপ্রিল। তাই এই সফর।”
শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। এদিন তিনি নিজের ইনস্টাগ্রামে বিমানের বিজনেস ক্লাস থেকে বেশ কিছু ছবিও শেয়ার করেন। তবে এই ছবি দেখা মাত্রই একশ্রেণি খোঁজ করলেন তাঁদের কন্যা ইয়ালিনির। তাকে কেন দেখা গেল না? এই ভিডিয়ো চোখে পড়তেই নেটপাড়ায় প্রশ্ন, “ইউভান তো সঙ্গেই আছে, কিন্তু ছোট্ট মেয়ে ইয়ালিনিকে কোথায় রেখে গেলেন?” যদিও একশ্রেণির ধারণা, ইয়ালিনি সম্ভবত বাড়িতেই রয়েছে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে। যদিও এই নিয়ে রাজ বা শুভশ্রী কিছু বলেননি।
প্রসঙ্গত, নিজের ছবি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে নিয়ে যাওয়া, বাংলা ছবিকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া, সবটা মিলিয়ে জুটির অনুরাগীরা বেজায় গর্বিত। ফলে কমেন্ট বক্সে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন জুটিকে। শুভশ্রীর হাতে আগামীতে বেশ কয়েকটি প্রজেক্ট। এখন দেখার আর কী কী চমক লুকিয়ে রেখেছেন তাঁরা আগামীর জন্যে।