
রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘আবার প্রলয়’ জনপ্রিয় হয়েছিল। এবার ঘোষণা করা হলো, এই ওয়েব সিরিজের দ্বিতীয় ভাগ নিয়ে ফিরছেন পরিচালক। শাশ্বত চট্টোপাধ্যায় ছিলেন এই ওয়েব সিরিজের প্রধান মুখ। তিনিই থাকছেন এবারের ওয়েব সিরিজে, তা নিয়ে সংশয় নেই। রাজের পরিচালনায় নতুন বছরে ‘হোক কলরব’ ছবিটা দেখা যাবে। সেখানে শাশ্বতর সঙ্গেই নতুন প্রজন্মের বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে।
শাশ্বত এই ওয়েব সিরিজে একজন সুপার কপের চরিত্র করেন। তাঁর হাঁটাচলা, কথা বলা, সব কিছু দর্শকের ভীষণ পছন্দের। সেই চরিত্রকে রাজ ফিরিয়ে আনছেন বলে, অনুরাগীরা বেশ খুশি। এই ওয়েব সিরিজের শুটিং শুরু করার আগেই পরিচালক পৌঁছে গেলেন নৈহাটিতে বড়মায়ের মন্দিরে। সেখানে পুজো দিয়েছেন রাজ। লক্ষণীয় ‘ধূমকেতু’ ছবি মুক্তির সময়ে এই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দেব আর শুভশ্রী। তারপর কালীপুজোর সময়ে রাজ আর শুভশ্রী পৌঁছে গিয়েছিলেন মায়ের আশীর্বাদ নিতে। এবার নতুন কাজের সূচনার আগে রাজ আবার গেলেন বড়মায়ের মন্দিরে। এই ওয়েব সিরিজের প্রযোজনার দায়িত্বে ছিলেন শুভশ্রী। এবারও রাজ-শুভশ্রীর ঘর থেকে দর্শকদের উপভোগ করার মতো একটা কাজ হবে, তা আশা করা যায়।
এই প্রসঙ্গে পরিচালকের বক্তব্য, ”অনিমেশ দত্ত থাকছে। তার সঙ্গে আরও অনেকে থাকবে। যা যা ঘটবে, সেটা নিয়ে আপনাদের বিভিন্ন তথ্য় জানাতে থাকব। তবে এবারের গল্প আরও বড় ধামাকা হতে চলেছে।” এই মুহূর্তে রাজ ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত। নৈহাটি, রাণাঘাট, কলকাতার বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ড বর্ডারে শুটিং হবে বলে খবর। কবে এই সিরিজ মুক্তি পাবে, তা এখনও ঘোষণা করা হয়নি। তবে নতুন বছরে দেখা যাবে, তা আঁচ করা যায়।
এই মুহূর্তে শুভশ্রী গঙ্গোপাধ্যায় নতুন ছবির শুটিংয়ে শহরের বাইরে রয়েছেন। কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবির নায়িকা তিনি।রাজ-শুভশ্রীর অনুরাগীরা পরিচালক-নায়িকার দু’টো নতুন কাজের খবর পেয়ে যে বেশ খুশি হবেন, তা আশা করা যায়।