AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘শুভশ্রীর দেবের সঙ্গে বিয়ে হলে ভাল হত’, কেন বললেন রাজ চক্রবর্তী?

যদি দেব-শুভশ্রী সত্যিই বর-বউ হত, কী ভালই না হত! তবে এ নতুন কিছু নয়, যুগে যুগে কালে কালে উত্তম-সুচিত্রা, শাহরুখ কাজল এমন অনেক জুটিকে নিয়েই আক্ষেপ থেকেছে দর্শকদের। কিন্তু অতীতে তো আর সোশাল মিডিয়া ছিল না। তাই মনের কথা, মনেই থাকত। ফোনে চড়ে সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াত না। রক্মিণী হোক বা রাজ চক্রবর্তী।

'শুভশ্রীর দেবের সঙ্গে বিয়ে হলে ভাল হত', কেন বললেন রাজ চক্রবর্তী?
| Edited By: | Updated on: Jan 19, 2026 | 10:39 PM
Share

নৈহাটিতে বড়মার মন্দির টুকটুকে লাল শাড়ি-পাঞ্জাবিতে কপালে সিদুরের টিপ পরে করজোড়ে বসে আছেন দেব-শুভশ্রী। স্রেফ এই একটা ছবিই লক্ষ লক্ষ ফ্যানেদের মনে হাজার হাজার ওয়াটের আলো জ্বালিয়ে দিয়েছিল। আর তার সঙ্গে ছিল এক, দীর্ঘশ্বাস। ইস… যদি দেব-শুভশ্রী সত্যিই বর-বউ হত, কী ভালই না হত! তবে এ নতুন কিছু নয়, যুগে যুগে কালে কালে উত্তম-সুচিত্রা, শাহরুখ কাজল এমন অনেক জুটিকে নিয়েই আক্ষেপ থেকেছে দর্শকদের। কিন্তু অতীতে তো আর সোশাল মিডিয়া ছিল না। তাই মনের কথা, মনেই থাকত। ফোনে চড়ে সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াত না। রক্মিণী হোক বা রাজ চক্রবর্তী। দুজনকেই ইদানিং  সোশাল গঞ্জনা শুনতে হয়, আপামর দেশু অনুরাগীদের কাছ থেকে। ইতিমধ্যে আগামী দুর্গাপুজোয় দেব-শুভশ্রী একই সঙ্গে পর্দায় ফেরার কথা ঘোষিত হওয়ার পর এই ধরনের ট্রোলিং নতুন করে গতি পেয়েছে, এই বিষয়ে চলচ্চিত্র পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তীকে সরাসরি প্রশ্ন করেছে টিভি নাইন বাংলা, উত্তরে রাজ যা বলেছেন, তা শুনে অনেকেরই চোখ কপালে উঠবে।

টলিউডে একসময় ‘ম্যাজিক’ তৈরি করেছিল দেব-শুভশ্রী জুটি। আর সেই ম্যাজিকের নেপথ্য কারিগর ছিলেন পরিচালক রাজ চক্রবর্তীই। ২০০৯ সালে রাজের হাত ধরেই ‘চ্যালেঞ্জ’ ছবিতে এই জুটির আত্মপ্রকাশ। প্রথম ছবিই বক্স অফিসে ঝড় তোলে, আর পর্দার সেই রসায়ন বাস্তব জীবনেও ডালপালা মেলতে শুরু করে। শুরু হয় সবচেয়ে চর্চিত প্রেমের গল্প।

‘চ্যালেঞ্জ’ ছবির পর, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’র মতো একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দেশু জুটি। দীর্ঘদিনের প্রেম যখন পরিণতির দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ছন্দপতন! অজানা কোনও কারণে ভেঙে যায় দেব-শুভশ্রীর রিয়েল লাইফের সম্পর্ক। ফলে ভেঙে যায় রিলের জুটিটাও। বিচ্ছেদের ধাক্কা কাটিয়ে শুভশ্রী তাঁর কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেন অন্যভাবে। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর রাজের হাত ধরেই শুভশ্রীর মধ্যে এক নতুন ‘অভিনেত্রী’র জন্ম হয়। ‘পরিণীতা’ বা ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর মতো কাজে তিনি প্রমাণ করেন যে, তিনি কেবল গ্ল্যামারাস নায়িকা নন, একজন জাত শিল্পী। সময় পেরিয়ে, রাজের সংসারের রাজরানি এবং একই সঙ্গে কাজ না থামিয়ে নিজের অভিনয়ের ধারকে আরও জোরাল করে, বর্ধমানের সাধারণ মেয়েটি হয়ে ওঠেন টলিউডের লেডি সুপারস্টার।

অন্যদিকে, দেবও বক্স অফিসে একের পর ‘চ্যালেঞ্জ’ ছুঁড়তে থাকেন, ‘রোমিও’ থেকে ক্রমশ হয়ে ওঠেন টলিউডের মেগাস্টার, মেগা প্রযোজক। গড়ে তোলেন ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’। কমার্শিয়াল ছবি ছেড়ে ‘গোলন্দাজ’, ‘টনিক’, ‘প্রজাপতি’ বা ‘বাঘাযতীন’-এর মতো বিষয়ভিত্তিক ছবি দিয়ে তিনি বক্স অফিসে রাজত্ব শুরু করেন। ঠিক এই সময়ই পুরনো প্রেম, সিনেমার ফ্রেমে ধূমকেতু হয়ে ওঠে। এবারও বক্স অফিসে জয় করে দেশু জুটি। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ধূমকেতু সেই ইভেন্ট, যেখানে কয়েকশো লোকের সামনে মান-অভিমান ভেঙে দেন দেশু।

তবে দেশুর রসায়নে মাঝে মধ্যেই অনুঘট হয়ে ঢুকে পড়ে নানা মান-অভিমানের পালা ও ভুল বোঝাবুঝি। ধূমকেতু নিয়েও তেমন ঘটতে থাকে। লোকে তো ভেবেই নিয়ে ছিলেন আর বুঝিয়ে দেখা হবে না দুজনার! কিন্তু সে সব জল্পনাকে ফুঁ দিয়ে উড়িয়ে দেব-শুভশ্রীর মেগা ঘোষণা। এবছরের পুজোতেই তাঁরা ফিরছেন। ফিরছেন ‘দেশু-7’। ফের তাঁরা পর্দায় ঝড় তোলার জন্য তৈরি। কিন্তু এত সবের মাঝে সোশাল মিডিয়ায় দেব-শুভশ্রীকে সামনে রেখে রাজ চক্রবর্তীকে ফের চলছে ট্রোল। নানা মিমের হাত ধরে রাজ-শুভশ্রীর সুখের সংসারে, দেবকে টেনে নিয়ে এসে নানা কটূক্তি। এগুলির মধ্যে সবচেয়ে ভাইরাল, রাজ নয়, শুভশ্রীর স্বামী দেব হলেই জমত! পর্দার সেই ‘পরাণ জ্বালানো’ জুটি রিয়েল লাইফেও সংসার করলে, তাঁদের প্রেমকে আর ‘ধূমকেতু’ হতে হত না! অনুরাগীদের এমন গঞ্জনা, কটূক্তি নিয়ে এবার মুখ খুললেন খোদ রাজ চক্রবর্তী। অনুরাগীদের মন্তব্য নিয়ে সমালোচনা করে শব্দ ব্যয় না করে, যেন মেনেই নিলেন তিনি। স্পষ্ট বলেই ফেললেন, হ্যাঁ, শুভশ্রীর-দেবের সঙ্গে বিয়ে হলেই ভাল হত! আজ্ঞে হ্যা, ঠিকই পড়ছেন।

রাজ ঠিক কী বলেছেন?

এই সব চলমান ট্রোলিং নিয়ে টিভি ৯ বাংলার প্রশ্নের উত্তরে রাজ সরাসরি বলেন, “যাঁরা ট্রোল করেন তাঁদের নিয়ে আমাদের তেমন কোনও বক্তব্য নেই। আসলে আমরা এমন একটা পেশায় রয়েছি, যাঁদের আক্রমণ করাটা খুবই সহজ। আমাদের কিছু বললে, একটা আত্মসন্তুষ্টী হয়। সাধারণ কাউকে কিছু বলা বা অপুদা, রাজ, দেব, জিৎ, মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদীকে নিয়ে বললে, একটা সন্তুষ্টী আসবে। যে হ্যাঁ, কাউকে একটা বললাম। ঘুম আসবে ভাল। আসলে ট্রোলটা এখন একটা সংস্কৃতি, এটা নিয়ে মাতামাতি করে লাভ নেই।

এরপরই দেব-শুভশ্রীর প্রসঙ্গে সটান ঢুকে পড়েন রাজ। যে জুটি ধূমকেতু ছবির মাধ্যমে ফের ঝড় তুলেছিল বক্স অফিসে, সেই জুটির কথা বলতে গিয়েই রাজ জানান, ”দেব-শুভশ্রীর ছবি এসেছে, যেটা লোকে পছন্দ করেছে। আবার তাঁদের ছবি আসবে, সেটাও লোকে পছন্দ করবে। আসলে আমাদের ভাবনা চিন্তা এখন যে পর্যায়ে, সেখানে এসব নিয়ে আমরা খুব একটা ভাবি না। সাধারণ মানুষ সেই পর্যায়টার সম্পর্কে অবগতই নয়। আমরা জানি আমাদের প্রায়োরিটি কী। ”

ঠিক এরপরেই বোমা ফাটালেন রাজ। দেব-শুভশ্রীর বিয়ের প্রসঙ্গ উঠতেই রাজের একেবারে চাঁছাছোলা জবাব, ”আমারও মনে হয়েছিল। শুভশ্রীর দেবের সঙ্গে বিয়ে হলে ভাল হত। কিন্তু শুভশ্রী আমার কপালে ছিল। শুভশ্রীর কপালেও আমি ছিলাম। এখন কিছু আর করার নেই। আমরা খুবই সুখে রয়েছি। আমার বিশ্বাস, দেবের সঙ্গে যার বিয়ে হবে, সেও হ্যাপি থাকবে। দেবও খুব ভাল ছেলে।”

উল্লেখ্য, সোমবার দুপুরে দেব ও শুভশ্রী তাঁদের আগামী ছবির ঘোষণা করেছেন ফেসবুক লাইভে। তাঁরই ফাঁকে অতীত নিয়ে খোলাখুলি কথা বললেন দেব-শুভশ্রী। স্পষ্ট জানালেন, অতীতকে ভুলে এখন তাঁরা এগিয়ে গিয়েছেন, পেশাগত নজরেই দেখছেন সবটাকে। আর এমন ভাবনার জন্য দেব ও শুভশ্রী দুজনেই ধন্যবাদ জানিয়েছেন রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তীকে। কারণ, তাঁরা মনে করেন, রুক্মিণী ও রাজের সার্পোট ছাড়া, দেশুর ফিরে আসা সম্ভব ছিল না। অনুরাগীদের অনুরোধ করে দেব ও শুভশ্রী বলেন, প্লিজ আমাদের পার্টনারদের অসম্মান করবেন না।